কিছুদিন আগে অ্যাশেজের দুই টেস্টের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতও স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের স্কোয়াডে প্রায় দেড় বছর পর দীর্ঘতম সংস্করণে দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে।
সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন রাহানে। সেই ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রানে করে বাদ পড়েছিলেন তিনি। এরপর আর কোনো টেস্টে সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার। মাঝে আবার হ্যামস্ট্রিংয়ের চোটেও পড়েছিলেন। তবে চোট থেকে সেরে দুর্দান্ত খেলছেন তিনি।
ছন্দহীনতায় গত মার্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেমে গেছেন রাহানে। চুক্তিতে অবনতি হলেও চোট কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় ব্যাটার। সর্বশেষ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
৭ ম্যাচে ৬৩৪ রান করেছেন রাহানে। দুই সেঞ্চুরির একটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। অন্যটিতে কাছে গিয়ে ৯ রানের আক্ষেপে পুড়েছেন। আসামের বিপক্ষে ১৯১ রান করে সেদিন আউট হন তিনি। এবারে আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে ৩৪ বছর বয়সী ব্যাটার। ৫ ম্যাচে ২ ফিফটিতে ২০৯ রান করেছেন তিনি। এবার সুযোগ পাওয়ায় নিশ্চয়ই লক্ষ্য থাকবে টেস্ট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করার। সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নিজের উন্নতি করাও।
রাহানের সঙ্গে ফাইনালের স্কোয়াডে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুরও। এই দুজনের ফিরে আসার দিনে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্য টেস্টে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘতম সংস্করণে নিজের নামের সার্থকতা প্রমাণ করতে পারেননি, যে কারণে কুলদীপ যাদব ও উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানের সঙ্গে বাদ পড়লেন দল থেকে। ভারতের স্কোয়াডে আর কোনো চমক নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা সবাই আছেন দলে।
টানা দ্বিতীয়বারে মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। শেষবার নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তাদের বাধা অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ওভালে ফাইনালটি শুরু হবে।
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
কিছুদিন আগে অ্যাশেজের দুই টেস্টের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতও স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের স্কোয়াডে প্রায় দেড় বছর পর দীর্ঘতম সংস্করণে দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে।
সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন রাহানে। সেই ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রানে করে বাদ পড়েছিলেন তিনি। এরপর আর কোনো টেস্টে সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার। মাঝে আবার হ্যামস্ট্রিংয়ের চোটেও পড়েছিলেন। তবে চোট থেকে সেরে দুর্দান্ত খেলছেন তিনি।
ছন্দহীনতায় গত মার্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেমে গেছেন রাহানে। চুক্তিতে অবনতি হলেও চোট কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় ব্যাটার। সর্বশেষ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
৭ ম্যাচে ৬৩৪ রান করেছেন রাহানে। দুই সেঞ্চুরির একটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। অন্যটিতে কাছে গিয়ে ৯ রানের আক্ষেপে পুড়েছেন। আসামের বিপক্ষে ১৯১ রান করে সেদিন আউট হন তিনি। এবারে আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে ৩৪ বছর বয়সী ব্যাটার। ৫ ম্যাচে ২ ফিফটিতে ২০৯ রান করেছেন তিনি। এবার সুযোগ পাওয়ায় নিশ্চয়ই লক্ষ্য থাকবে টেস্ট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করার। সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নিজের উন্নতি করাও।
রাহানের সঙ্গে ফাইনালের স্কোয়াডে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুরও। এই দুজনের ফিরে আসার দিনে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্য টেস্টে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘতম সংস্করণে নিজের নামের সার্থকতা প্রমাণ করতে পারেননি, যে কারণে কুলদীপ যাদব ও উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানের সঙ্গে বাদ পড়লেন দল থেকে। ভারতের স্কোয়াডে আর কোনো চমক নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা সবাই আছেন দলে।
টানা দ্বিতীয়বারে মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। শেষবার নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তাদের বাধা অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ওভালে ফাইনালটি শুরু হবে।
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।
৩৯ মিনিট আগে২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
২ ঘণ্টা আগেঘরের মাঠে গত সপ্তাহে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে যে জিতবে, সেই কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইন্টার-বার্সা ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে