নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবার আইপিএল খেলতে গতকাল ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কারণে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এ ক্রিকেটার।
আগামী মাসে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের দল। এ জন্য আবারও আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। ৫ মে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
লিটনকে ২ দিনের বেশি ছুটি দেওয়া হয়েছে জানিয়ে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ওখানে যখন পৌঁছার করার কথা দল (২ মে), লিটন খুব সম্ভবত ৫ তারিখে যোগ দেবে। আমরা এর সঙ্গে রাজি হয়েছি। মনে হয় একটা খেলা আছে (কলকাতার)।’ আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ নির্দিষ্ট সময়ে যোগ দেবে।’
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে যাওয়ার আগে। ওটা প্রধান কোচই (চন্ডিকা হাথুরুসিংহে) ঠিক করেছেন, সিলেটে হলে ভালো। ঢাকা থেকে বাইরের একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছে। সে জন্য ওখানে ঠিক করা হয়েছে।’
৯ মে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। জালাল ইউনুস বললেন, ‘১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছাবে। ওখানে অনুশীলন আছে, এর পর একটা প্রস্তুতি ম্যাচ আছে ৫ তারিখ। ওরা চেয়েছিল সংক্ষিপ্ত করতে, আমরা চেয়েছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আগে আরো অনুশীলন করতে। প্রধান কোচ বলেছিলেন, আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। আমরা আরও কিছুদিন যোগ করেছি। দ্রুত একটু পরিবেশ বোঝার জন্য।’
প্রথমবার আইপিএল খেলতে গতকাল ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কারণে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এ ক্রিকেটার।
আগামী মাসে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের দল। এ জন্য আবারও আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। ৫ মে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
লিটনকে ২ দিনের বেশি ছুটি দেওয়া হয়েছে জানিয়ে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ওখানে যখন পৌঁছার করার কথা দল (২ মে), লিটন খুব সম্ভবত ৫ তারিখে যোগ দেবে। আমরা এর সঙ্গে রাজি হয়েছি। মনে হয় একটা খেলা আছে (কলকাতার)।’ আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ নির্দিষ্ট সময়ে যোগ দেবে।’
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে যাওয়ার আগে। ওটা প্রধান কোচই (চন্ডিকা হাথুরুসিংহে) ঠিক করেছেন, সিলেটে হলে ভালো। ঢাকা থেকে বাইরের একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছে। সে জন্য ওখানে ঠিক করা হয়েছে।’
৯ মে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। জালাল ইউনুস বললেন, ‘১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছাবে। ওখানে অনুশীলন আছে, এর পর একটা প্রস্তুতি ম্যাচ আছে ৫ তারিখ। ওরা চেয়েছিল সংক্ষিপ্ত করতে, আমরা চেয়েছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আগে আরো অনুশীলন করতে। প্রধান কোচ বলেছিলেন, আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। আমরা আরও কিছুদিন যোগ করেছি। দ্রুত একটু পরিবেশ বোঝার জন্য।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
২ ঘণ্টা আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও সুবিধা করতে পারছে না ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। ভারতের দায়িত্ব নেওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অধীনে টেস্টে সেভাবে সুফল পাচ্ছে না ভারত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের। নতুন চক্রে প্রথম সিরিজে
৪ ঘণ্টা আগে