Ajker Patrika

আয়ারল্যান্ড সফরের আগে বাড়তি ছুটিতে লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়ারল্যান্ড সফরের আগে বাড়তি ছুটিতে লিটন

প্রথমবার আইপিএল খেলতে গতকাল ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কারণে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এ ক্রিকেটার। 

আগামী মাসে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের দল। এ জন্য আবারও আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। ৫ মে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

লিটনকে ২ দিনের বেশি ছুটি দেওয়া হয়েছে জানিয়ে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ওখানে যখন পৌঁছার করার কথা দল (২ মে), লিটন খুব সম্ভবত ৫ তারিখে যোগ দেবে। আমরা এর সঙ্গে রাজি হয়েছি। মনে হয় একটা খেলা আছে (কলকাতার)।’ আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ নির্দিষ্ট সময়ে যোগ দেবে।’ 

আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে যাওয়ার আগে। ওটা প্রধান কোচই (চন্ডিকা হাথুরুসিংহে) ঠিক করেছেন, সিলেটে হলে ভালো। ঢাকা থেকে বাইরের একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছে। সে জন্য ওখানে ঠিক করা হয়েছে।’ 

৯ মে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। জালাল ইউনুস বললেন, ‘১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছাবে। ওখানে অনুশীলন আছে, এর পর একটা প্রস্তুতি ম্যাচ আছে ৫ তারিখ। ওরা চেয়েছিল সংক্ষিপ্ত করতে, আমরা চেয়েছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আগে আরো অনুশীলন করতে। প্রধান কোচ বলেছিলেন, আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। আমরা আরও কিছুদিন যোগ করেছি। দ্রুত একটু পরিবেশ বোঝার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত