ঢাকা: এমনিতে কেন উইলিয়ামসন সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না। সাক্ষাৎকার তো দূরে থাক! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় যত কাছে আসছে, না চাইতেও টুকটাক কথা বলতেই হচ্ছে কিউই অধিনায়ককে। ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল দুই দলের জন্যই দারুণ হবে বলে আশা করছেন উইলিয়ামসন।
২০১৯ এর আগস্টে অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ। এজবাস্টনে শুরু, শেষ হচ্ছে সাউদাম্পটনে। ইংল্যান্ডে শুরু হয়ে পর্দা নামছে ইংল্যান্ডেই। নিরপেক্ষ ভেন্যু বলেই কি না ফাইনাল জয়ের আশা দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ইংল্যান্ডের মাঠে ফাইনাল কেমন আশা করছেন এমন এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ইংল্যান্ডের দর্শকেরা মাঠে দারুণ উৎসাহ দেয়। তবে ফাইনালে যেহেতু তাদের দল (ইংল্যান্ড) নেই, ব্যাপারটা একটু অন্যরকম হবে। ভারতের মাঠেও অনেক দর্শক আসে। তাদের দর্শকের সামনে খেলাও দারুণ, তবে একটু চ্যালেঞ্জিংও। ভারতের দর্শকেরা সব সময় নিজেদের দলকে উৎসাহ দিয়ে যায়। এখানে ব্যাপারটা তাই একটু অন্যরকম হবে।’
টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। উইলিয়ামসন বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে দর্শকদের আগ্রহ বেড়েছে আগের থেকে। খেলার মানও বেড়েছে। সবচেয়ে বড় বিষয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর উইলিয়ামসন অনূর্ধ্ব-১৯ দল থেকে একে অপরের বিপক্ষে খেলছেন। কোহলির বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। সে (কোহলি) দারুণ আত্মবিশ্বাসী থাকে। সব সময় নিজেকে চাঙা রাখে। জিততে চায়। তার বিপক্ষে খেলা উপভোগ করি।’
ঢাকা: এমনিতে কেন উইলিয়ামসন সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না। সাক্ষাৎকার তো দূরে থাক! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় যত কাছে আসছে, না চাইতেও টুকটাক কথা বলতেই হচ্ছে কিউই অধিনায়ককে। ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল দুই দলের জন্যই দারুণ হবে বলে আশা করছেন উইলিয়ামসন।
২০১৯ এর আগস্টে অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ। এজবাস্টনে শুরু, শেষ হচ্ছে সাউদাম্পটনে। ইংল্যান্ডে শুরু হয়ে পর্দা নামছে ইংল্যান্ডেই। নিরপেক্ষ ভেন্যু বলেই কি না ফাইনাল জয়ের আশা দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ইংল্যান্ডের মাঠে ফাইনাল কেমন আশা করছেন এমন এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ইংল্যান্ডের দর্শকেরা মাঠে দারুণ উৎসাহ দেয়। তবে ফাইনালে যেহেতু তাদের দল (ইংল্যান্ড) নেই, ব্যাপারটা একটু অন্যরকম হবে। ভারতের মাঠেও অনেক দর্শক আসে। তাদের দর্শকের সামনে খেলাও দারুণ, তবে একটু চ্যালেঞ্জিংও। ভারতের দর্শকেরা সব সময় নিজেদের দলকে উৎসাহ দিয়ে যায়। এখানে ব্যাপারটা তাই একটু অন্যরকম হবে।’
টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। উইলিয়ামসন বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে দর্শকদের আগ্রহ বেড়েছে আগের থেকে। খেলার মানও বেড়েছে। সবচেয়ে বড় বিষয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর উইলিয়ামসন অনূর্ধ্ব-১৯ দল থেকে একে অপরের বিপক্ষে খেলছেন। কোহলির বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। সে (কোহলি) দারুণ আত্মবিশ্বাসী থাকে। সব সময় নিজেকে চাঙা রাখে। জিততে চায়। তার বিপক্ষে খেলা উপভোগ করি।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৫ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৫ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৭ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৮ ঘণ্টা আগে