Ajker Patrika

হংকং সিক্সেস

সাইফউদ্দিনের ৯ বলে ৩৬, সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের সেমিফাইনালে বাংলাদেশ। ছবি: ক্রিকেট হংকং
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের সেমিফাইনালে বাংলাদেশ। ছবি: ক্রিকেট হংকং

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। তবে কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন ম্যাথডে ১৮ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ইয়াসির আলীরা।

ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৯ বলে ৩৬ রান করে, পর বল হাতে নিয়েছেন ২ উইকেট। মংককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমিরাত। ১ উইকেট হারিয়ে ৬ ওভারে ১১১ রান তোলে বাংলাদেশ।

১১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩.২ ওভার শেষে আরব আমিরাত ৩ উইকেটে ৪৩ রান করলে আলোকস্বল্পতার কারণে ম্যাচ থেমে যায়। পরে ডিএলএস পদ্ধতি শেষ বাংলাদেশ জিতে যায় ১৮ রানে।

আরব আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুর দিকে রান তুলতে কিছুটা বেগ পেতে হয়েছে বাংলাদেশের। তারপরও আবদুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১ রানের ইনিংস। জিসান আলমের ব্যাট থেকে আসে অপরাজিত ১৭ বলে ৩৪ রান। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৫৯ রান।

মামুনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন সাইফউদ্দিন। মাত্র ৯ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। ইনিংস ছিল ৫টি ছক্কা ও একটি চারের মার মারেন সাইফউদ্দিন।

১১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় বলেই আসিফ খানকে বোল্ড করেন সাইফউদ্দিন। সেই ওভারেই নিজের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে এলবিডব্লিউর ফাঁদে কে দ্বিতীয় উইকেট নেন তিনি। তারপর আবু হায়দার রনি বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারে দেন মাত্র ৭ রান।

তৃতীয় ওভারে এসে শাঞ্চিত শর্মার তাণ্ডবেরমুখে পড়েন মামুন। টানা চারটি ছক্কা মারেন বাংলাদেশের এই পেসারকে। অবশ্য পঞ্চম বলেই তাঁকে আবু হায়দারের ক্যাচ বানিয়ে ফেরান মামুন। ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। তারপর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত