Ajker Patrika

যে জটিলতা নিয়ে এখনই ভাবতে হচ্ছে শাহিন-ওয়াসিমদের

ক্রীড়া ডেস্ক
যে জটিলতা নিয়ে এখনই ভাবতে হচ্ছে শাহিন-ওয়াসিমদের

আইসিসির একের পর এক টুর্নামেন্ট তো আছেই, তার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে আধুনিক ক্রিকেটারদের নাভিশ্বাস ওঠার অবস্থা। সেটি নিয়ে অনেকে অভিযোগও করেছেন। তবে উল্টো বেড়েছে ক্রিকেটের সূচি, বেড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগও। অবস্থা এমন যে, সূচি সমস্যার কারণে প্রায় একই সময়ে আয়োজন করতে হচ্ছে এসব টুর্নামেন্ট। 

একটার পিঠে আরেকটা টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কারণে খেলোয়াড়দেরও পড়তে হচ্ছে বিড়ম্বনায়। কোনটা ছেড়ে কোনটাতে খেলবেন সেই সিদ্ধান্ত নিতেই পেতে হচ্ছে বেগ। এমনকি অনেকে টাকার ঝনঝনানির এসব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বেরিয়ে আসছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। 

গত বছরের ৭ ডিসেম্বর থেকে চলছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের দ্বিতীয় সংস্করণ। ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই দিনে শুরু সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগের দ্বিতীয় সংস্করণ। ব্যস্ত সূচির কারণে মরুর বুকের প্রায় এক মাসের এই টি-টোয়েন্টি লিগের সঙ্গে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক প্রকার ‘জটিলতা’ও তৈরি হয়েছে। 

আইএলটি২০ লিগের সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের বেশ কিছু তারকা ক্রিকেটার। এই লিগের ফাইনাল হবে ১৭ ফেব্রুয়ারি। এই দিনেই আবার শুরু পিএসএলের নতুন সংস্করণ। যার কারণে এই জটিলতা। পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই সফল দল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। একই সময়ে দুবাইয়ে হবে আইএলটি২০-এর ফাইনাল। এই লিগের ফ্র্যাঞ্চাইজি ডেজার্ট ভাইপার্সের সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের পাঁচ তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, আজম খান ও মোহাম্মদ আমির। আর আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে নতুন চুক্তি করেছেন ইমাদ ওয়াসিম। 

এই পাঁচ পাকিস্তানি ছাড়াও আরও বেশ কিছু বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি আছে পিএসএল ও আইএলটি২০-এর। তাদের দল যদি আইএলটি২০ লিগে ফাইনালে ওঠে, অন্যদিকে পিএসএলের উদ্বোধনী ম্যাচ খেলে তখনই তৈরি হবে জটিলতা। উদ্বোধনী ম্যাচ খেলবেন নাকি ফাইনাল, সেই সিদ্ধান্তটা ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে ‘কম্প্রোইজ’ করে নিতে হবে খেলোয়াড়দের। তবে বিষয়টি নির্ভর করছে খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি ও সম্পর্কের ওপর। তবে এটি ঠিক, হয় পিএসএল উদ্বোধনী ম্যাচ এবং আইএলটি২০ লিগের ফাইনালে বেশ কিছু পাকিস্তানি খেলোয়াড় ও অন্য বিদেশি খেলোয়াড়কে মিস করবে। 

যেমন শাহিন আফ্রিদি—আইএলটি২০ লিগে এই পেসার খেলবেন ডেজার্ট ভাইপার্স ও পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে। আর আবুধাবি নাইট রাইডার্সের ইমাদ ওয়াসিম খেলবেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। সে ক্ষেত্রে তাঁরা আইএলটি২০-এর ফাইনাল নাকি পিএসএলের উদ্বোধনী ম্যাচ বেছে নেবেন, সেটিই এখন দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত