জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে সিরিজ খুইয়ে তামিম ইকবালদের এখন শুধু ধবলধোলাই হওয়াটাই বাকি আছে। দলের কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য সিরিজ হারের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।
ডমিঙ্গো মনে করেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কাপের আগে এই সিরিজ হার থেকে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ আছে। তিনি বলেন, ‘ভাগ্য ভালো এসব ম্যাচে পয়েন্ট নেই। তবে অনেক কাজ করার বাকি। কোচিং স্টাফ থেকে শুরু করে দলের সবাই বড় একটা শিক্ষা পেয়েছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। এর আগে দেড় বছর সময় আছে। আশা করি, আমাদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করতে পারব। আমরা এখন কোনো অজুহাত দিতে চাই না।’
সিরিজ হারের কারণ হিসেবে ডমিঙ্গো তার চোখে পড়া ভুলগুলো সামনে এনেছেন। তার মতে ক্রিকেটারদের চাপের সঙ্গে মানিয়ে নিতে না পারা, ভালো জায়গায় বল ফেলতে না পারা আর বাজে ফিল্ডিং বাংলাদেশের সিরিজ হারের কারণ। হারের ব্যাখ্যায় ডমিঙ্গো বলেন, 'দুটি ম্যাচেই (জিম্বাবুয়ে) ৬০ / ৩,৪০ / ৪ ছিল। ছেলেরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বেশি আলগা বল করে ফেলেছে, ভুল ফিল্ডিংয়ে বল করেছে। ভুল অপশন বেছে নিয়েছে। তারা পরিশ্রম করছে অনেক, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই সবচেয়ে হতাশাজনক। এমন হলে ভালো দল আপনাকে শাস্তি দেবেই।’
সিরিজ জেতায় প্রতিপক্ষ জিম্বাবুয়েকেও কৃতিত্ব দিতে ভোলেননি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা সিকান্দার রাজার কথা বলেছেন আলাদা করে, ‘জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে রাজাকে। দুটি দারুণ ইনিংস খেলেছে চাপের মুখে। প্রথম ম্যাচে হয়তো ২০ রান কম করেছি। আজও (গতকাল) ২০ রানের মতো কম করেছি। আর বিকেলে এমন স্কোর ডিফেন্ড করা খুবই কঠিন। তবে কোনো অজুহাত দিতে চাই না।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে সিরিজ খুইয়ে তামিম ইকবালদের এখন শুধু ধবলধোলাই হওয়াটাই বাকি আছে। দলের কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য সিরিজ হারের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।
ডমিঙ্গো মনে করেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কাপের আগে এই সিরিজ হার থেকে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ আছে। তিনি বলেন, ‘ভাগ্য ভালো এসব ম্যাচে পয়েন্ট নেই। তবে অনেক কাজ করার বাকি। কোচিং স্টাফ থেকে শুরু করে দলের সবাই বড় একটা শিক্ষা পেয়েছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। এর আগে দেড় বছর সময় আছে। আশা করি, আমাদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করতে পারব। আমরা এখন কোনো অজুহাত দিতে চাই না।’
সিরিজ হারের কারণ হিসেবে ডমিঙ্গো তার চোখে পড়া ভুলগুলো সামনে এনেছেন। তার মতে ক্রিকেটারদের চাপের সঙ্গে মানিয়ে নিতে না পারা, ভালো জায়গায় বল ফেলতে না পারা আর বাজে ফিল্ডিং বাংলাদেশের সিরিজ হারের কারণ। হারের ব্যাখ্যায় ডমিঙ্গো বলেন, 'দুটি ম্যাচেই (জিম্বাবুয়ে) ৬০ / ৩,৪০ / ৪ ছিল। ছেলেরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বেশি আলগা বল করে ফেলেছে, ভুল ফিল্ডিংয়ে বল করেছে। ভুল অপশন বেছে নিয়েছে। তারা পরিশ্রম করছে অনেক, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই সবচেয়ে হতাশাজনক। এমন হলে ভালো দল আপনাকে শাস্তি দেবেই।’
সিরিজ জেতায় প্রতিপক্ষ জিম্বাবুয়েকেও কৃতিত্ব দিতে ভোলেননি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা সিকান্দার রাজার কথা বলেছেন আলাদা করে, ‘জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে রাজাকে। দুটি দারুণ ইনিংস খেলেছে চাপের মুখে। প্রথম ম্যাচে হয়তো ২০ রান কম করেছি। আজও (গতকাল) ২০ রানের মতো কম করেছি। আর বিকেলে এমন স্কোর ডিফেন্ড করা খুবই কঠিন। তবে কোনো অজুহাত দিতে চাই না।’
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
২২ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে