Ajker Patrika

মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৯: ২৩
মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল 

সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। শেষ ছয় ইনিংসের একটিতেও ফিফটির দেখা পাননি দেশের অন্যতম সেরা এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। তবে মুশফিককে নিয়ে অবশ্য চিন্তিত নন মুমিনুল হক। আজ সংবাদ সম্মেলনেও টেস্ট অধিনায়ক জানালেন দ্রুতই রানে ফিরবেন মুশফিক।

২০১৭ সালের পর টেস্টে সেঞ্চুরি পাননি মুশফিক। সেবার ভারত সফরে সবশেষ সেঞ্চুরি করেছিলেন। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা এই ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। মুমিনুল অবশ্য আশা হারাচ্ছেন না, ‘ওনাকে (মুশফিক) নিয়ে কোনো চিন্তাই করি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটার। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুত রানে ফিরবে।’

অধিনায়কও মুমিনুলও ভুগছেন রান খরায়। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ রানের ইনিংস খেললেও এরপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে মুমিনুল অবশ্য আত্মবিশ্বাসী। তিনি বললেন, ‘আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কি হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কি হবে সেটার দিকে তাকাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত