Ajker Patrika

মাশরাফির টোটকাতেই কি তামিমের বদলে যাওয়া?

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ২৯
মাশরাফির টোটকাতেই কি তামিমের বদলে যাওয়া?

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে যেন এক অন্য তামিম ইকবালের দেখা মিলল। সিলেট সানরাইজার্সের বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করে তুলে নেন বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে গত কয়েক বছরে নিজের এমন আক্রমণাত্মক খেলা থেকে বেরিয়ে এসেছিলেন তামিম। হঠাৎ তামিমের এমন ভয়ংকর রূপে অভির্ভূত হওয়া একটু হলেও চমক জাগানিয়া। ম্যাচ শেষে সেই তামিমকে তাতিয়ে দেওয়ার রহস্যের কথা জানালেন মাশরাফি বিন মুর্তজা।

এবারের বিপিএলে দুজনেই মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন। নিজের খেলা এবং স্ট্রাইক রেট নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে আছেন তামিম। এর মধ্যে গত পরশু এক সংবাদ সম্মেলন ডেকে আরও ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতি নেন এই বাঁহাতি ওপেনার। পরদিনই করলেন ম্যাচজয়ী সেঞ্চুরি। ম্যাচ শেষে মাশরাফিই জানালেন তামিমের সেঞ্চুরি রহস্য, ‘গতকাল (পরশু) তামিমকে বলেছিলাম, তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই ১০০ মার, তোর ওই সামর্থ্য আছে, আগামীকাল (গতকাল) আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’ 

সেঞ্চুরির পথে তামিম ইকবালের একটি শটবিপিএলের প্রথম ঢাকা পর্বে চার ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা। তারকাসমৃদ্ধ দল নিয়েও টানা হারে একপ্রকার কোণঠাসা অবস্থায় চট্টগ্রাম যায় দলটি। গতকাল সিলেটের বিপক্ষে ম্যাচটা ছিল টিকে থাকার লড়াই। লড়াইটা ভালোভাবেই উতরে গেছেন মাশরাফি-তামিমরা। ম্যাচের আগের দিন দলের উদ্দেশে মাশরাফি বলেন, ‘এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরি।’ 

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে মাশরাফির কথা রেখেছেন সতীর্থরা। গতকাল ম্যাচ শেষে সতীর্থদের উদ্দেশে মাশরাফি আরও বলেন, ‘তামিম আবার ভালো খেলতে পারে। না হয় অন্য কেউ ভালো খেলবে। বাইশ গজে নিশ্চিত করো, এটা তোমার দিন। যতক্ষণ ক্রিজে থাকব নিশ্চিত করব, আজকের দিনটা আমার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত