Ajker Patrika

বাংলাদেশ ম্যাচে অসদাচরণ, মাঠে নামার আগে শাস্তির খবর জোসেফের

ক্রীড়া ডেস্ক    
শাস্তি পেলেন আলজারি জোসেফ। ছবি: এএফপি
শাস্তি পেলেন আলজারি জোসেফ। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বড় শাস্তি পেলেন আলজারি জোসেফ। সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের জন্য ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদ—খেলোয়াড়, খেলোয়াড়ের সহায়তাকারী কর্মীর প্রতি অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে জোসেফকে। যা ‘অশ্লীল ভাষা ব্যবহারের’ সঙ্গে সম্পর্কিত। জরিমানার পাশাপাশি, শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। এটি ছিল গত ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটেছিল খেলা শুরুর আগে। স্পাইক জুতা পরে পিচে হাঁটছিলেন জোসেফ। চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট তাঁকে স্পাইক পরে পিচে হাঁটা থেকে বিরত থাকতে বলেছিলেন। তখন জোসেফ চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কের সময় অপমানজনক ভাষা ব্যবহার করেন।

জোসেফ তাঁর অপরাধ স্বীকার করেছেন এবং আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট এই অভিযোগ করেছেন জোসেফের বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত