Ajker Patrika

ওয়াগনার প্রসঙ্গে টেলরকে একহাত নিলেন উইলিয়ামসন 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৮: ১৬
ওয়াগনার প্রসঙ্গে টেলরকে একহাত নিলেন উইলিয়ামসন 

টেস্ট ক্যারিয়ারে তিন অঙ্ক ছোঁয়ার পর কেইন উইলিয়ামসন উদ্‌যাপন করেছেন অনেক বার। উইলিয়ামসনকে এবার হাতছানি দিয়ে ডাকছে অন্যরকম এক সেঞ্চুরি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টটাই উইলিয়ামসনের শততম টেস্ট হতে যাচ্ছে। 

উইলিয়ামসনের মতো শততম টেস্টের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি। তবে মাঠের বাইরের ঘটনায় যে অস্বস্তি বিরাজ করছে নিউজিল্যান্ড দলে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চোটের জলে টেস্টকে নিল ওয়াগনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এই ইস্যুতেই গতকাল বোমা ফাটান রস টেলর। ক্রিকইনফোর অ্যারাউন্ড দ্য উইক পডকাস্ট অনুষ্ঠানে ওয়াগনারের অবসর প্রসঙ্গে টেলর বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এটা বাধ্যতামূলক অবসর। ওয়াগনারের অবসরের সংবাদ সম্মেলন শুনলে বুঝতে পারবেন।’ 

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান নিল ওয়াগনার। ছবি: এএফপিনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে আজ নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন উইলিয়ামসন। ওয়াগনারকে নিয়ে টেলরের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হয় উইলিয়ামসনকে। উইলিয়ামসন তখন বলেন, ‘আমি মনে করি না কাউকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। আমি মনে করি, গত সপ্তাহে তার জন্য দারুণ এক সপ্তাহ ছিল। তার যে দুর্দান্ত ক্যারিয়ার, সেটার ওপরই প্রতিফলন করা হয়েছিল। সে দলের জন্য এমন অসাধারণ কিছু করেছে। তার দক্ষতা ও সংখ্যা আমরা সবাই দেখেছি। সে আপ্রাণ চেষ্টা করে যা করেছে, সেটা অবিশ্বাস্য।’

টেলর-উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে জুটি বেধেছেন অনেক ম্যাচেই। তবে টেলর আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন ২০০৬ সালে। ২০১০ সালে উইলিয়ামসনের শুরু আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। চার বছর আগে অভিষেক হওয়ায় টেলর অনেক কিছু জেনে থাকতে পারেন বলে ধারণা উইলিয়ামসনের। উইলিয়ামসন বলেন, ‘টেলর আমার থেকে বেশি জানতে পারেন। আমি নিশ্চিত না। তবে আমি দেখছি যে সতীর্থরা দলের ভালোর জন্য সবটুকু উজাড় করে দিচ্ছে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’

 ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ওয়াগনার। ১২ বছরের ক্যারিয়ারে ৬৪ টেস্ট খেলে নেন ২৬০ উইকেট। সর্বশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু টেস্টই খেলেন ওয়াগনার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত