Ajker Patrika

সাকিবকে নিয়ে চিন্তা নেই, নিশ্চিত করলেন শান্ত

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৫: ২৩
সাকিবকে নিয়ে চিন্তা নেই, নিশ্চিত করলেন শান্ত

চোটে পড়ায় সাকিব আল হাসানের খেলা হয়নি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শুরুর ম্যাচও সাকিব খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে এ ব্যাপারে ‘সুখবর’ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় সাকিবের কথা জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, ‘তিনি শতভাগ সুস্থ। প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন।’ আর প্রথমে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। উইকেটটা দারুণ মনে হচ্ছে। প্রথমে ব্যাটিং পাওয়া দারুণ এক সুযোগ’ 

এর আগে একই মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গত শুক্রবার ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৬৪ রানের লক্ষ্য বাংলাদেশ জিতে গেছে ৮ ওভার বাকি রেখেই। লঙ্কানদের বিপক্ষে অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। 

বাংলাদেশের বিশ্বকাপ দল: 
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: 
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত