চোটে পড়ায় সাকিব আল হাসানের খেলা হয়নি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শুরুর ম্যাচও সাকিব খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে এ ব্যাপারে ‘সুখবর’ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় সাকিবের কথা জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, ‘তিনি শতভাগ সুস্থ। প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন।’ আর প্রথমে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। উইকেটটা দারুণ মনে হচ্ছে। প্রথমে ব্যাটিং পাওয়া দারুণ এক সুযোগ’
এর আগে একই মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গত শুক্রবার ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৬৪ রানের লক্ষ্য বাংলাদেশ জিতে গেছে ৮ ওভার বাকি রেখেই। লঙ্কানদের বিপক্ষে অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
চোটে পড়ায় সাকিব আল হাসানের খেলা হয়নি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শুরুর ম্যাচও সাকিব খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে এ ব্যাপারে ‘সুখবর’ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় সাকিবের কথা জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, ‘তিনি শতভাগ সুস্থ। প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন।’ আর প্রথমে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। উইকেটটা দারুণ মনে হচ্ছে। প্রথমে ব্যাটিং পাওয়া দারুণ এক সুযোগ’
এর আগে একই মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গত শুক্রবার ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৬৪ রানের লক্ষ্য বাংলাদেশ জিতে গেছে ৮ ওভার বাকি রেখেই। লঙ্কানদের বিপক্ষে অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
রেফারির শেষ বাঁশি বাজার পর মাটিতে নুয়ে পড়লেন মোসাম্মৎ সাগরিকা। খুব ক্লান্ত মনে হচ্ছিল তাঁকে। ভাগ্যিস ম্যাচ শেষে ক্লান্তির ছাপ দেখা গেল। পুরো ম্যাচে অবশ্য ক্লান্ত মনে হয়নি তাঁকে। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে গেছেন ছন্দ ধরে রেখে। তাঁর জোড়া গোলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে
২১ মিনিট আগেত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। আজ হারারে স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা ৫ উইকেটে। দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৪৭ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। জবাবে ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আজিজুল হাকিম তামিমে
১ ঘণ্টা আগেদুর্দান্ত ফর্মে আছেন মোসাম্মৎ সাগরিকা। ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী সাফে মাত্র ৩ ম্যাচে করেছেন ৮ গোল। এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়েও ধরে রাখলেন গোলের ধারা। তাঁর গোলে ভর করে স্বাগতিক লাওসের বিপক্ষে ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে২০২৫ সালের জুলাই মাসের জন্য আইসিসির ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনজন অসাধারণ পারফর্মার—ভারতের অধিনায়ক শুভমান গিল, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভিয়ান মুল্ডার এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। জুলাই মাসে এই তিন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ
২ ঘণ্টা আগে