Ajker Patrika

মুশফিক–সোহান দুজনই উইকেটকিপিং করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুশফিক–সোহান দুজনই উইকেটকিপিং করবেন

কদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের উইকেটকিপিং করবেন কে? 

জিম্বাবুয়ে সফরের একাংশ ও অস্ট্রেলিয়া সিরিজে মুশফিকুর রহিম-লিটন দাসের অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক-লিটন দলে ফেরায় উইকেটকিপিং নিয়ে তৈরি হয় প্রশ্ন। তবে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো আজ সব দ্বিধা দূর করে দিয়েছেন। জানিয়েছেন, মুশফিক–সোহান দুজনই উইকেটকিপিং করবেন। আর লিটন আউটফিল্ডে দাঁড়াবেন। 

গত ২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সোহান বাংলাদেশের সেরা উইকেটরক্ষক। এবার ডমিঙ্গো জানালেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে সোহানের পাশাপাশি মুশফিকও দাঁড়াবেন উইকেটের পেছনে। 

আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে সোহান উইকেটকিপিং করবে। এই বিশেষ সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব ভাগ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক উইকেটকিপিং করবে। পরে পঞ্চম ম্যাচের সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিক না খেলায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে মুশফিক ফিরে আসায় ব্যাটিং অর্ডারে আবার পরিবর্তন করতে হচ্ছে। মুশফিকের ব্যাটিং পজিশন নিয়ে ডমিঙ্গোর ব্যাখ্যা, ‘মুশফিক সম্ভবত ৪ নম্বরে ব্যাটিং করবে। সে ইনিংস ধরে রাখতে পারে, মাঝের ওভারগুলোতে স্ট্রাইক পরিবর্তন করে খেলতে পারে। ভালো ফিনিশ করতে পারে। তার ফেরাটা দলের জন্য ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত