অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা সিরিজ জয় তো দূরে থাক, তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।
৯৫, ৯৭ ও ৮৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোরকার্ড এমনই। বাংলাদেশ এত রান করতে পেরেছে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের উদারতার কারণেই। তিন ম্যাচ মিলিয়ে অতিরিক্ত ৬৩ রান দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ ৪৪ রান করেছেন জ্যোতি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস বাংলাদেশের অধিনায়কেরই। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্বাগতিকদের বাঁহাতি স্পিনার নাহিদা আকতারের। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের কতটা ভরাডুবি হয়েছে।
মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে জেতে অজিরা। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’
২০২৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০২৩ সালের বছরের জুলাইতে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডেতে এবার অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে যায়। জ্যোতির মতে, মনস্তাত্বিক দিক থেকেই পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন,
‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা সিরিজ জয় তো দূরে থাক, তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।
৯৫, ৯৭ ও ৮৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোরকার্ড এমনই। বাংলাদেশ এত রান করতে পেরেছে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের উদারতার কারণেই। তিন ম্যাচ মিলিয়ে অতিরিক্ত ৬৩ রান দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ ৪৪ রান করেছেন জ্যোতি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস বাংলাদেশের অধিনায়কেরই। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্বাগতিকদের বাঁহাতি স্পিনার নাহিদা আকতারের। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের কতটা ভরাডুবি হয়েছে।
মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে জেতে অজিরা। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’
২০২৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০২৩ সালের বছরের জুলাইতে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডেতে এবার অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে যায়। জ্যোতির মতে, মনস্তাত্বিক দিক থেকেই পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন,
‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে দাপট দেখিয়ে। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে আটটিতেই জিতেছে অজিরা। সেন্ট কিটস এন্ড নেভিসে গতকাল উইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফর শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অজিদের। অস্ট্রেলিয়া এবার সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
২৪ মিনিট আগেছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
২ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগে