Ajker Patrika

মেহেদী কেন আমিরাত সফরে নেই

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১০: ৪৬
মেহেদী কেন আমিরাত সফরে নেই

নুরুল হাসান সোহানের নেতৃত্বে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে  আগামীকাল  সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটাররাও যাচ্ছেন এই সফরে। তবে যাওয়া হচ্ছে না মেহেদী হাসানের।

বিসিবি মিডিয়া বিভাগ জানিয়েছে, সৌদি আরবে উমরাহ করতে গেছেন অফ স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়েছেন অগ্রিম ছুটি। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ২৫ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর। দুটি ম্যাচই দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

এই সিরিজে থাকছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি এই মুহূর্তে ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে। বাংলাদেশ সিরিজটা খেলবে নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

আমিরাত সিরিজে বাংলাদেশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান,  মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোস্তাফিজুর রহমান,  মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী,  হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার ও শরীফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত