Ajker Patrika

কোহলি অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন, বললেন ডি ভিলিয়ার্স 

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৪: ২৮
কোহলি অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন, বললেন ডি ভিলিয়ার্স 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন বিরাট কোহলি। গত সোমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর আরসিবির হয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি ঘটেছে তাঁর। কোহলি বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ায় আইপিএলের আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন মনে করেন তাঁর আরসিবি সতীর্থ প্রোটিয়া ব্যাটার এ বি ডি ভিলিয়ার্স। 

২২ গজে কোহলি সব সময় এক ‘আক্রমণাত্মক’ চরিত্র। প্রায়ই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে একাধিকবার। আইপিএলে আরসিবির অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়ারদের সঙ্গে কোহলির তর্কে জড়ানোর সম্ভাবনা এখন কমেছে। ডি ভিলিয়ার্স তাই মজা করে বলেছেন, ‘আমার মনে হয়, কোহলি অধিনায়কত্ব ছাড়ায় বেশ কয়েকজন আম্পায়ার শান্তিতে ঘুমাতে পারবেন! তাদের কথা ভেবে আমি খুশি।’ 

গত সোমবারে কলকাতার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে হেরে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বেঙ্গালুরু দল। সেখানে কোহলির অধিনায়কত্বের এই সময়টা উদযাপন করতে গিয়ে ডি ভিলিয়ার্স মজা করে এমন মন্তব্য করেন। একই সঙ্গে কোহলিকে জানিয়েছেন শুভকামনাও, ‘অধিনায়কত্বের দারুণ ক্যারিয়ারের জন্য কোহলি তোমাকে অভিনন্দন। তুমি এখন আরও স্বাধীনভাবে খেলবে এবং আরসিবি ও ভারতের হয়ে অনেক ট্রফি জিতবে, যেটা দেখতে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো আমার বন্ধু, আমার অধিনায়ক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত