Ajker Patrika

লম্বা হচ্ছে শ্রীরামের বাংলাদেশ অধ্যায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১১: ৪৯
লম্বা হচ্ছে শ্রীরামের বাংলাদেশ অধ্যায়

অস্ট্রেলিয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে হঠাৎই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয় এই ভারতীয়ের হাতে। টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও আদতে প্রধান কোচের ভূমিকাই পালন করেছেন শ্রীরাম। 

অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখনই জানা গিয়েছিল, কাজের ধরন পছন্দ হলে চুক্তির মেয়াদ বাড়তে পারে। বিশ্বকাপের সুপার টুয়েলভে তাঁর অধীনে প্রথমবার জয়ের দেখা পায় বাংলাদেশ। কোচ হিসেবেও বিসিবির বেশ মনে ধরেছে শ্রীরামকে। ক্রিকেটারদের সঙ্গে মেশা ও তাঁদের কাছ থেকে পারফরম্যান্স বের করে আনার সেই ক্ষমতা এই ভারতীয়ের আছে বলেই বিশ্বাস বিসিবির। 
 
সব মিলিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাকাপাকিভাবে শ্রীরামের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের দায়িত্ব নিলেও আইপিএলের জন্য ছাড় পাবেন শ্রীরাম। শ্রীরামের থাকা নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেছেন, ‘ও (শ্রীরাম) তো আসবে। টি-টোয়েন্টির জন্য ওকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। টি-টোয়েন্টির জন্য ওকে এবার স্থায়ীভাবেই দেব। যেহেতু আইপিএলের সঙ্গে যুক্ত আছে, ওই সময় ছাড়তে হবে।’ 

ভারত সিরিজের পর এই মুহূর্তে জাতীয় দলের খেলা নেই। বিপিএল নিয়ে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। তবে ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। জানা গেছে, ইংল্যান্ড সিরিজ দিয়েই টি-টোয়েন্টি দলের দায়িত্ব স্থায়ীভাবে বুঝে নেবেন শ্রীরাম। তবে পরিবর্তন এলেই যে সব বদলে যাবে, সেটা মনে করেন না জালাল ইউনুস, ‘পরিবর্তন এনে আমরা চাই ভালো কিছু ফল আনতে। কিন্তু পরিবর্তন হলেই যে সব বদলে যাবে সেই নিশ্চয়তা তো দেওয়া যায় না।’ শ্রীরামের যখন বাংলাদেশ অধ্যায় লম্বা করার সিদ্ধান্ত, তখন বিদায়ের কথা শোনা যাচ্ছে ডমিঙ্গোর ৷ যদিও তাঁর বিষয়ে গতকালও নিশ্চিত কিছু বলতে চাননি জালাল ইউনুস৷ ভারত সিরিজ শেষে দেশে ফিরে যাওয়া ডমিঙ্গোর পদত্যাগের খবরই শোনা যাচ্ছে ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত