ক্রীড়া ডেস্ক
স্থানীয় এক কোচের বিরুদ্ধে বর্ণবাদের গুরুতর অভিযোগ এনেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের অভিযোগের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিয়েছে হারারের মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচএমসিএ)। অভিযুক্ত কোচকে বরখাস্ত করা হয়েছে।
রাজার অভিযোগ ছিল স্থানীয় এক কোচ ব্লেসিং মাফুয়ার বিরুদ্ধে। ক্রিকইনফো রাজার সেই অভিযোগপত্র দেখেছে। জিম্বাবুয়ে অলরাউন্ডারের দাবি, মাঠ ছাড়ার সময় মাফুয়া তাঁকে (রাজা) উদ্দেশ্যে আপত্তিকর কথাবার্তা বলেছেন মাফুয়া। এই ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা ক্রিকইনফো চাইলে এইচএমসিএ চেয়ারপারসন তাফাদজোয়া মাদুরো বলেন,‘আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক রাজা যে ঘটনার ভুক্তভোগী হয়েছেন, তাঁর কাছ থেকে বর্ণবাদের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ব্লেসিং মাফুয়াকে মঙ্গলবার এক শুনানিতে আসতে হবে। প্রতিবেদনে আনা অভিযোগের জবাব তাঁকে (মাফুয়া) দিতে হবে। এখন তাঁকে এইচএমসিএ’র সব কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে।’
বর্ণবাদের মতো অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা শুনিয়েছেন মাদুরো। এইচএমসিএ চেয়ারপারসন বলেন, ‘বর্ণবাদের কোনো অভিযোগ আমরা হালকাভাবে নিচ্ছি না। এইচএমসিএতে কোনো ধরনের বর্ণবাদী আচরণ বরদাশত করব না। যত দ্রুত সম্ভব, এর তদন্ত করব।’
মাফুয়া বরখাস্ত হওয়ার আগে রাজা তাঁর ওপর হওয়া ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছিলেন। ক্রিকইনফোকে জিম্বাবুয়ের অলরাউন্ডার বলেছিলেন, ‘যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেক্ষেত্রে শাস্তির একটা উদাহরণ হয়ে থাকা উচিত। এতে করে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস দেখাতে পারবেন না।’
যে ম্যাচে রাজা বর্ণবাদের শিকার হয়েছেন, সেটা মূলত এক ওয়ানডে ম্যাচ। ১ জুন ভিগনে কাপ টুর্নামেন্টে ওল্ড হারারিয়ান্স ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় ওল্ড হারারিয়ান্স-রেইনবো ক্রিকেট ক্লাব। ওল্ড হারারিয়ান্সের হয়ে ৫৬ বলে ৭৮ রান করেন রাজা। সেই ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেটে ৪০২ রান করে রাজার দল। জবাবে রেইনবো ৩৯ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করে থেমে যায়। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ওল্ড হারারিয়ান্স জেতে ১৪২ রানে।
রাজা কদিন আগে লাহোর কালান্দার্সের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জয়ে দারুণ অবদান রেখেছিলেন। সুদূর ইংল্যান্ড থেকে আমিরাত হয়ে পিএসএল ফাইনালের ১০ মিনিট আগে মাঠে নেমেছিলেন তিনি। ৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছিলেন রাজা। বীরত্বপূর্ণ ইনিংস খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোরকে চ্যাম্পিয়ন করায় তাঁকে নিয়ে তখন প্রশংসার বন্যা বইয়ে গিয়েছিল।
স্থানীয় এক কোচের বিরুদ্ধে বর্ণবাদের গুরুতর অভিযোগ এনেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের অভিযোগের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিয়েছে হারারের মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচএমসিএ)। অভিযুক্ত কোচকে বরখাস্ত করা হয়েছে।
রাজার অভিযোগ ছিল স্থানীয় এক কোচ ব্লেসিং মাফুয়ার বিরুদ্ধে। ক্রিকইনফো রাজার সেই অভিযোগপত্র দেখেছে। জিম্বাবুয়ে অলরাউন্ডারের দাবি, মাঠ ছাড়ার সময় মাফুয়া তাঁকে (রাজা) উদ্দেশ্যে আপত্তিকর কথাবার্তা বলেছেন মাফুয়া। এই ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা ক্রিকইনফো চাইলে এইচএমসিএ চেয়ারপারসন তাফাদজোয়া মাদুরো বলেন,‘আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক রাজা যে ঘটনার ভুক্তভোগী হয়েছেন, তাঁর কাছ থেকে বর্ণবাদের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ব্লেসিং মাফুয়াকে মঙ্গলবার এক শুনানিতে আসতে হবে। প্রতিবেদনে আনা অভিযোগের জবাব তাঁকে (মাফুয়া) দিতে হবে। এখন তাঁকে এইচএমসিএ’র সব কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে।’
বর্ণবাদের মতো অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা শুনিয়েছেন মাদুরো। এইচএমসিএ চেয়ারপারসন বলেন, ‘বর্ণবাদের কোনো অভিযোগ আমরা হালকাভাবে নিচ্ছি না। এইচএমসিএতে কোনো ধরনের বর্ণবাদী আচরণ বরদাশত করব না। যত দ্রুত সম্ভব, এর তদন্ত করব।’
মাফুয়া বরখাস্ত হওয়ার আগে রাজা তাঁর ওপর হওয়া ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছিলেন। ক্রিকইনফোকে জিম্বাবুয়ের অলরাউন্ডার বলেছিলেন, ‘যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেক্ষেত্রে শাস্তির একটা উদাহরণ হয়ে থাকা উচিত। এতে করে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস দেখাতে পারবেন না।’
যে ম্যাচে রাজা বর্ণবাদের শিকার হয়েছেন, সেটা মূলত এক ওয়ানডে ম্যাচ। ১ জুন ভিগনে কাপ টুর্নামেন্টে ওল্ড হারারিয়ান্স ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় ওল্ড হারারিয়ান্স-রেইনবো ক্রিকেট ক্লাব। ওল্ড হারারিয়ান্সের হয়ে ৫৬ বলে ৭৮ রান করেন রাজা। সেই ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেটে ৪০২ রান করে রাজার দল। জবাবে রেইনবো ৩৯ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করে থেমে যায়। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ওল্ড হারারিয়ান্স জেতে ১৪২ রানে।
রাজা কদিন আগে লাহোর কালান্দার্সের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জয়ে দারুণ অবদান রেখেছিলেন। সুদূর ইংল্যান্ড থেকে আমিরাত হয়ে পিএসএল ফাইনালের ১০ মিনিট আগে মাঠে নেমেছিলেন তিনি। ৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছিলেন রাজা। বীরত্বপূর্ণ ইনিংস খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোরকে চ্যাম্পিয়ন করায় তাঁকে নিয়ে তখন প্রশংসার বন্যা বইয়ে গিয়েছিল।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে