Ajker Patrika

মুশফিকের ব্যাটে প্রতিরোধ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
মুশফিকের ব্যাটে প্রতিরোধ

প্রকৃতির আশীর্বাদ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিন সাতসকালেই গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। পাকিস্তানের স্পিনার সাজিদ হাসানের তোপে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৮৭ রানে। অবধারিতভাবেই স্বাগতিকদের ফলোঅন করিয়েছে পাকিস্তান।

দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও বেহালদশা বাংলাদেশের। স্কোর বোর্ডে ২৫ রান যোগ হতেই আউট টপ অর্ডারের চার ‌ব্যাটার। পরে পঞ্চম উইকেট জুটিতে উইকেটের লাগাম টেনে ধরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও আগের টেস্টের সেঞ্চুরিয়ান লিটন দাস। ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংস হার ঠেকাতে লড়ছেন তাঁরা।

এই জুটির ওপর দাঁড়িয়ে কিছুটা স্বস্তি নিয়ে শেষ দিনের মধ্যাহ্নভোজে গেছে বাংলাদেশ দল। দলের সংগ্রহ এখন ৪ উইকেটে ৭২। মুশফিক ১৬ ও লিটন ২৭ রানে অপরাজিত আছেন। সম্ভ্রম বাঁচাতে এই দুজনই আশার আলো হয়ে আছেন উইকেটে। চট্টগ্রাম টেস্টেও তাদের ব্যাটে অনেক দূর এগিয়েছিল বাংলাদেশ।

শেরে বাংলা স্টেডিয়ামে ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হতো ১০১ রান। কিন্তু ১৪ রান আগেই থেমেছে মুমিনুলেদের প্রথম ইনিংস। ৮ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আগাগোড়া ধসিয়ে দিয়েছেন স্পিনার সাজিদ খান। অন্য উইকেটটি শাহিন শাহ আফ্রিদির।

দ্বিতীয় ইনিংস অবশ্য স্পিন নয়, পেস আক্রমণ দিয়ে শুরু করে পাকিস্তান। আফ্রিদি ও হাসান আলীর তোপে শুরুতে কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন এই পেস যুগল। সাদমান ইসলাম (২) ও নাজমুল হোসেন শান্তকে (৬) ফেরান আফ্রিদি। মাহমুদুল হাসান জয় (৬ ) ও মুমিনুল (৭) হাসানের শিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত