Ajker Patrika

পিএসএলের বাকি অংশ হচ্ছে না পাকিস্তানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: ফাইল ছবি
পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: ফাইল ছবি

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনার পরই বাতিল হয়ে যায় পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার সন্ধ্যার ম্যাচ। ওই ঘটনার পর থেকেই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরপর থেকেই পিএসএল ও পিসিবি কর্তৃপক্ষ আসরের বাকি অংশ অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পিসিবি নিয়েছে পিএসএলের বাকি ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের।

এই সিদ্ধান্তের ফলে পুনর্নির্ধারণ করা হবে করাচি কিংস-পেশোয়ার জালমি, পেশোয়ার জালমি-লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড-করাচি কিংস এবং মুলতান সুলতানস-কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচগুলো। একই সঙ্গে পুনর্নির্ধারিত হবে কোয়ালিফায়ার, দুইটি এলিমিনেটর ও ফাইনাল ম্যাচের তারিখ ও ভেন্যু। তবে নতুন সূচি এখনো ঘোষণা করা হয়নি; তা শিগগিরই জানাবে পিসিবি।

টুর্নামেন্ট হঠাৎ করে স্থানান্তরের পেছনে নিরাপত্তা ও লজিস্টিকসজনিত কারণই জড়িত। ফলে পিসিবির এই সিদ্ধান্ত দলগুলোর প্রস্তুতি পরিকল্পনার পাশাপাশি সমর্থকদের যাত্রা ও আয়োজনেও বড় প্রভাব ফেলবে। টুর্নামেন্ট অংশ নেওয়া বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা ঠিক কখন দেশে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।

তারা কি দুবাইয়ে পিএসএলের বাকি অংশ খেলে ঢাকায় ফিরবেন, নাকি আগেই ফিরে আসবেন, সেটি এখনো চূড়ান্ত নয়। বিসিবি ও সংশ্লিষ্ট পরিবার থেকেও এখনো তাদের ফেরা নিয়ে কোনো আনুষ্ঠানিক তৎপরতা শুরু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত