Ajker Patrika

জরিমানা গুনলেন মাহমুদউল্লাহরা

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭: ০৮
জরিমানা গুনলেন মাহমুদউল্লাহরা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩৫ রানে হেরে যাওয়া ম্যাচের দু’দিন পর দুঃসংবাদ পেয়েছেন মাহমুদউল্লাহরা। স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে তাঁদের। 

আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পুরো দলকে ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বোলিং শেষ করার জন্য নির্ধারিত যে সময় ছিল, সেই সময়ের মধ্যে বাংলাদেশ এক ওভার শেষ করতে পারেনি। 

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যদি তাদের নির্ধারিত ওভারগুলো শেষ করতে না পারে, তাদের প্রত্যেক ওভারের জন্য সর্বনিম্ন শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। 

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত