ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
আবার কারও মতে, তাসকিন-শরীফুল ব্যাটিং করতে নামলে হয়তো খুব বেশি রান যোগ করতে পারতেন না। উল্টো তাতে একটা ক্লান্তি নিয়েই বোলিং করতে হতো তাঁদের। সেটা চিন্তা করেই হয়তো সকালের আর্দ্রতা, কন্ডিশন আর নতুন বল কাজে লাগিয়ে ক্যারিবীয়দের দ্রুত উইকেট তুলে নেওয়ার আশায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
তবে আসল ঘটনা জানালেন তাসকিন আহমেদের স্ত্রী সায়েদা নাইমা রাবেয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় হেলমেটে বলের আঘাত পান তাসকিন। চতুর্থ দিন ব্যাটিং না করলেও বল হাতে ছিলেন উজ্জ্বল। টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার—৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
আজ তাসকিনের সহধর্মিণী নাইমা ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার আমার স্বামী ক্রিকেট বলে মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলেন তারা বুঝতে পারেন ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম।’
নাইমা খেলতেও বারণ করেছিলেন তাসকিনকে, ‘কারণ আমি তো তার জন্য দোয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে। এমনকি আমি তার কষ্টও অনুভব করেছি, তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না। আমি তাঁকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে, দয়া করে খেলো না। ওষুধ দিয়ে আর কতটুকুই ব্যথা সারে?’
নাইমা জানিয়েছেন, নফল নামাজ পড়ে তাসকিনের জন্য দোয়া করেছেন। স্ত্রীর কথার চেয়ে দেশের হয়ে খেলাকে গুরুত্ব দিলেন তাসকিন। শিকার করলেন ৬ উইকেট। স্ত্রী বললেন, ‘ওর সঙ্গে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরও ২ রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে এবং আল্লাহ তাকে হেফাজত করেন। শুকরিয়া আদায় করলাম এর থেকেও বড় কোনো ব্যথা থেকে আল্লাহ তাঁকে হেফাজত করেছেন। যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে আজ তাসকিন ৬টা উইকেট পেয়েছেন। আরও ২টা উইকেট মিস ও হয়েছে (ক্যাচ মিস হয়েছে)। এটাও ভালোর জন্যই (ইনশা আল্লাহ)।’
ক্রিকেটারদের অজানা এমন অনেক গল্পই থাকে বললেন নাইমা, যেগুলো সাধারণ মানুষ সেভাবে জানতে পারে না, ‘এমন অনেক গল্প আছে আজ এটা শেয়ার করার কারণ হলো, শুধু আমার স্বামী বলে না। অনেক খেলোয়াড়ই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না। আপনারা তো শুধু মাঠের গল্প দেখেন ও শোনেন, আর এটা ছিল মাঠের বাইরের না জানা ঘটনা।’
তাসকিনের বোলিংয়ে মুগ্ধ নাইমা বললেন, ‘যা হোক, আমি খুব খুশি যে আল্লাহ আপনাকে ৬ উইকেট দিয়েছেন (মাশাআল্লাহ)। অভিনন্দন জান! আল্লাহ আপনাকে সর্বদা হেফাজত রাখুন এবং নিরাপদ থাকুন। ফি আমানিল্লাহ!’
অ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
আবার কারও মতে, তাসকিন-শরীফুল ব্যাটিং করতে নামলে হয়তো খুব বেশি রান যোগ করতে পারতেন না। উল্টো তাতে একটা ক্লান্তি নিয়েই বোলিং করতে হতো তাঁদের। সেটা চিন্তা করেই হয়তো সকালের আর্দ্রতা, কন্ডিশন আর নতুন বল কাজে লাগিয়ে ক্যারিবীয়দের দ্রুত উইকেট তুলে নেওয়ার আশায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
তবে আসল ঘটনা জানালেন তাসকিন আহমেদের স্ত্রী সায়েদা নাইমা রাবেয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় হেলমেটে বলের আঘাত পান তাসকিন। চতুর্থ দিন ব্যাটিং না করলেও বল হাতে ছিলেন উজ্জ্বল। টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার—৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
আজ তাসকিনের সহধর্মিণী নাইমা ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার আমার স্বামী ক্রিকেট বলে মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলেন তারা বুঝতে পারেন ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম।’
নাইমা খেলতেও বারণ করেছিলেন তাসকিনকে, ‘কারণ আমি তো তার জন্য দোয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে। এমনকি আমি তার কষ্টও অনুভব করেছি, তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না। আমি তাঁকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে, দয়া করে খেলো না। ওষুধ দিয়ে আর কতটুকুই ব্যথা সারে?’
নাইমা জানিয়েছেন, নফল নামাজ পড়ে তাসকিনের জন্য দোয়া করেছেন। স্ত্রীর কথার চেয়ে দেশের হয়ে খেলাকে গুরুত্ব দিলেন তাসকিন। শিকার করলেন ৬ উইকেট। স্ত্রী বললেন, ‘ওর সঙ্গে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরও ২ রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে এবং আল্লাহ তাকে হেফাজত করেন। শুকরিয়া আদায় করলাম এর থেকেও বড় কোনো ব্যথা থেকে আল্লাহ তাঁকে হেফাজত করেছেন। যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে আজ তাসকিন ৬টা উইকেট পেয়েছেন। আরও ২টা উইকেট মিস ও হয়েছে (ক্যাচ মিস হয়েছে)। এটাও ভালোর জন্যই (ইনশা আল্লাহ)।’
ক্রিকেটারদের অজানা এমন অনেক গল্পই থাকে বললেন নাইমা, যেগুলো সাধারণ মানুষ সেভাবে জানতে পারে না, ‘এমন অনেক গল্প আছে আজ এটা শেয়ার করার কারণ হলো, শুধু আমার স্বামী বলে না। অনেক খেলোয়াড়ই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না। আপনারা তো শুধু মাঠের গল্প দেখেন ও শোনেন, আর এটা ছিল মাঠের বাইরের না জানা ঘটনা।’
তাসকিনের বোলিংয়ে মুগ্ধ নাইমা বললেন, ‘যা হোক, আমি খুব খুশি যে আল্লাহ আপনাকে ৬ উইকেট দিয়েছেন (মাশাআল্লাহ)। অভিনন্দন জান! আল্লাহ আপনাকে সর্বদা হেফাজত রাখুন এবং নিরাপদ থাকুন। ফি আমানিল্লাহ!’
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
১১ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
১৪ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
১৫ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
১৫ ঘণ্টা আগে