Ajker Patrika

অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো শুরুর পরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে পারে বাংলাদেশ। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২৩ রান। 
 
টানা ব্যর্থ হওয়ায় আজ ওপেনিং জুটিতে পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সৌম্য সরকাররে জায়গায় মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করেন অলরাউন্ডার মেহেদী হাসান। ওপেনিং জুটিতে সিরিজের ভালো শুরুটা আসে এই ম্যাচেই। ৪.৩ ওভারে ৪২ রান আসে নাঈম–মেহেদীর ব্যাট থেকে। ১৩ রান করা মেহেদী অ্যাশটন টার্নারের বলে মারতে গিয়ে মিডউইকেটে অ্যাশটন অ্যাগারের হাতে ধরা পড়েন।

এরপরই অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরেন। নাঈম ২৩ বলে ২৩ রান করে ড্যান ক্রিস্টিয়ানের বলে পয়েন্টে অ্যাগারের ক্যাচে পরিণত হন। সাকিব আল হাসানও দলকে চাপ মুক্ত করতে পারেননি। ২০ বলে ১১ রানের ধীর গতির ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু ফাঁদে পড়েন সাকিব। দলের রান তখন ৩ উইকেট ৬০ রান।

চারে নামার সৌম্য ও অধিনায়ক মাহমুদউল্লাহ ধীর গতিতে রানের চাকা সচল রাখেন। মাহমুদউল্লাহ ইনিংস বড় করতে পারেনি। ১৪ বলে ১৯ রান করে টাইমিংয়ের হেরফের করে অ্যাগারের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। এরপর বিদায় নেন সৌম্য (১৬)। ক্রিস্টিয়ানের বলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন তিনি। 
 
শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। নুরুল হাসান সোহান ৮ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত