নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো শুরুর পরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে পারে বাংলাদেশ। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২৩ রান।
টানা ব্যর্থ হওয়ায় আজ ওপেনিং জুটিতে পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সৌম্য সরকাররে জায়গায় মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করেন অলরাউন্ডার মেহেদী হাসান। ওপেনিং জুটিতে সিরিজের ভালো শুরুটা আসে এই ম্যাচেই। ৪.৩ ওভারে ৪২ রান আসে নাঈম–মেহেদীর ব্যাট থেকে। ১৩ রান করা মেহেদী অ্যাশটন টার্নারের বলে মারতে গিয়ে মিডউইকেটে অ্যাশটন অ্যাগারের হাতে ধরা পড়েন।
এরপরই অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরেন। নাঈম ২৩ বলে ২৩ রান করে ড্যান ক্রিস্টিয়ানের বলে পয়েন্টে অ্যাগারের ক্যাচে পরিণত হন। সাকিব আল হাসানও দলকে চাপ মুক্ত করতে পারেননি। ২০ বলে ১১ রানের ধীর গতির ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু ফাঁদে পড়েন সাকিব। দলের রান তখন ৩ উইকেট ৬০ রান।
চারে নামার সৌম্য ও অধিনায়ক মাহমুদউল্লাহ ধীর গতিতে রানের চাকা সচল রাখেন। মাহমুদউল্লাহ ইনিংস বড় করতে পারেনি। ১৪ বলে ১৯ রান করে টাইমিংয়ের হেরফের করে অ্যাগারের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। এরপর বিদায় নেন সৌম্য (১৬)। ক্রিস্টিয়ানের বলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন তিনি।
শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। নুরুল হাসান সোহান ৮ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো শুরুর পরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে পারে বাংলাদেশ। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১২৩ রান।
টানা ব্যর্থ হওয়ায় আজ ওপেনিং জুটিতে পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সৌম্য সরকাররে জায়গায় মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করেন অলরাউন্ডার মেহেদী হাসান। ওপেনিং জুটিতে সিরিজের ভালো শুরুটা আসে এই ম্যাচেই। ৪.৩ ওভারে ৪২ রান আসে নাঈম–মেহেদীর ব্যাট থেকে। ১৩ রান করা মেহেদী অ্যাশটন টার্নারের বলে মারতে গিয়ে মিডউইকেটে অ্যাশটন অ্যাগারের হাতে ধরা পড়েন।
এরপরই অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরেন। নাঈম ২৩ বলে ২৩ রান করে ড্যান ক্রিস্টিয়ানের বলে পয়েন্টে অ্যাগারের ক্যাচে পরিণত হন। সাকিব আল হাসানও দলকে চাপ মুক্ত করতে পারেননি। ২০ বলে ১১ রানের ধীর গতির ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু ফাঁদে পড়েন সাকিব। দলের রান তখন ৩ উইকেট ৬০ রান।
চারে নামার সৌম্য ও অধিনায়ক মাহমুদউল্লাহ ধীর গতিতে রানের চাকা সচল রাখেন। মাহমুদউল্লাহ ইনিংস বড় করতে পারেনি। ১৪ বলে ১৯ রান করে টাইমিংয়ের হেরফের করে অ্যাগারের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। এরপর বিদায় নেন সৌম্য (১৬)। ক্রিস্টিয়ানের বলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন তিনি।
শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। নুরুল হাসান সোহান ৮ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে