ক্রীড়া ডেস্ক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। লর্ডসে গতকাল অজিদের কাঁদিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। এই শিরোপা জয়ে আইসিসির শিরোপা জয়ে ২৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে প্রোটিয়াদের।
২৭ বছর পর আইসিসির শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার। যা ২৬ কোটি ২৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলই শুধু নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর অ্যাকাউন্টেও ঢুকছে কাড়ি কাড়ি টাকা। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত তৃতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার (১৭ কোটি ৫১ লাখ টাকা)। এই চক্রে সাত নম্বরে থেকে শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৭৬ লাখ টাকা।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ দলের মধ্যে বাংলাদেশের নিচে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার। যা ৫ কোটি ৮৪ লাখ টাকা। আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (৭ কোটি ৩০ লাখ টাকা)। আর সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে চার, পাঁচ ও ছয় নম্বরে থেকে শেষ করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হয়েছে তিনটি। তিনবারই ৯টি করে দল অংশ নিয়েছে। তিনটি টুর্নামেন্টেরই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। সাউদাম্পটনে ২০১৯-২১ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত। লন্ডনের ওভালে ২০২৩ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২১, ২০২১-২৩—প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে। সেই তুলনায় ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নতির মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে।
গলে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শুরু করবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২০ জুন হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারত খেলবে এই সিরিজ।
অবস্থান | টাকা | |
---|---|---|
দক্ষিণ আফ্রিকা | চ্যাম্পিয়ন | ৪৩ কোটি ৭৯ লাখ |
অস্ট্রেলিয়া | রানার্সআপ | ৪৩ কোটি ৭৯ লাখ |
ভারত | তৃতীয় | ২৬ কোটি ২৭ লাখ |
নিউজিল্যান্ড | চতুর্থ | ১৪ কোটি ৫৯ লাখ |
ইংল্যান্ড | পঞ্চম | ১১ কোটি ৬৮ লাখ |
শ্রীলঙ্কা | ষষ্ঠ | ১০ কোটি ২২ লাখ |
বাংলাদেশ | সপ্তম | ৮ কোটি ৭৬ লাখ |
ওয়েস্ট ইন্ডিজ | অষ্টম | ৭ কোটি ৩০ লাখ |
পাকিস্তান | নবম | ৫ কোটি ৮৪ লাখ |
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। লর্ডসে গতকাল অজিদের কাঁদিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। এই শিরোপা জয়ে আইসিসির শিরোপা জয়ে ২৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে প্রোটিয়াদের।
২৭ বছর পর আইসিসির শিরোপা জয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার। যা ২৬ কোটি ২৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলই শুধু নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর অ্যাকাউন্টেও ঢুকছে কাড়ি কাড়ি টাকা। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত তৃতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার (১৭ কোটি ৫১ লাখ টাকা)। এই চক্রে সাত নম্বরে থেকে শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৭৬ লাখ টাকা।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ দলের মধ্যে বাংলাদেশের নিচে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার। যা ৫ কোটি ৮৪ লাখ টাকা। আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (৭ কোটি ৩০ লাখ টাকা)। আর সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে চার, পাঁচ ও ছয় নম্বরে থেকে শেষ করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হয়েছে তিনটি। তিনবারই ৯টি করে দল অংশ নিয়েছে। তিনটি টুর্নামেন্টেরই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। সাউদাম্পটনে ২০১৯-২১ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত। লন্ডনের ওভালে ২০২৩ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২১, ২০২১-২৩—প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে। সেই তুলনায় ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নতির মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন হিসেবে পেল দক্ষিণ আফ্রিকাকে।
গলে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শুরু করবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২০ জুন হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারত খেলবে এই সিরিজ।
অবস্থান | টাকা | |
---|---|---|
দক্ষিণ আফ্রিকা | চ্যাম্পিয়ন | ৪৩ কোটি ৭৯ লাখ |
অস্ট্রেলিয়া | রানার্সআপ | ৪৩ কোটি ৭৯ লাখ |
ভারত | তৃতীয় | ২৬ কোটি ২৭ লাখ |
নিউজিল্যান্ড | চতুর্থ | ১৪ কোটি ৫৯ লাখ |
ইংল্যান্ড | পঞ্চম | ১১ কোটি ৬৮ লাখ |
শ্রীলঙ্কা | ষষ্ঠ | ১০ কোটি ২২ লাখ |
বাংলাদেশ | সপ্তম | ৮ কোটি ৭৬ লাখ |
ওয়েস্ট ইন্ডিজ | অষ্টম | ৭ কোটি ৩০ লাখ |
পাকিস্তান | নবম | ৫ কোটি ৮৪ লাখ |
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে