ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না নাসির হোসেনের। দুদিন আগেই আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি, পুলিশের তদন্ত বিভাগ পিবিআই বলছে ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ে অবৈধ। ব্যক্তিগত জীবনের এসব ঝামেলা মাথায় নিয়েই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগে ফিটনেস টেস্ট দিতে আজ মিরপুরে এসেছিলেন নাসির। ফিটনেস টেস্টে পাসও করে গেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
আগামী ১৭ তারিখের এনসিএল সামনে রেখে আজ সকাল থেকেই মিরপুরের ইনডোরে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্টের পর এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে কথা বলেন দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ফিটনেস টেস্টে সবার ফল মোটামুটি খুব ভালো। এটা ভালো হওয়ার কারণ এবার প্রত্যেক দল অনেক দিন ফিটনেস ক্যাম্প করেছে। এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে ওপরে আছে সবার নম্বর। এটা ইতিবাচক দিক। আগে দেখা যেত অনেকে ভালো করছে না বা ফিটনেস ভালো নয় দেখে বাদ পড়ছে। আমার মনে হয় না এবার ওরকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে।’
আগের মৌসুমেই তো ফিটনেস টেস্টে শুরুতে বাদ পড়েছিলেন কেউ কেউ। এই বাদ পরাদের তালিকায় ছিলেন নাসির হোসেনও। পরের অবশ্য টেস্টে উতরে গিয়েছিলেন। আজও নাসিরের ফিটনেস টেস্টের আগে সংবাদকর্মীদের চোখ ছিল তাঁর গতিবিধির ওপর। তবে নাসিরকে অবশ্য বেশ স্বাভাবিকই মনে হয়েছে। গাড়ি থেকে নেমে নাসির যখন ইনডোরে ঢুকছিল তখন দূর থেকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘কেমন আছেন নাসির ভাই।’ প্রতি উত্তরে নাসির বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি।’
সত্যিই নাসির ভালো থাকুন আর না থাকুন সেটি নিয়ে প্রশ্ন থাকলেও আজ মিরপুরে পেশাদার ক্রিকেটার নাসিরকেই দেখা গেছে। জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির কিছু আগেও সংবাদমাধ্যমে বলেছিলেন, আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। এই কঠিন কাজটা করতে হলে ঘরোয়া ক্রিকেটে তাকে আলো ছড়াতে হবে। সামনেই জাতীয় ক্রিকেট লিগ যেখানে খেলার প্রথম শর্ত পাস করতে হবে ফিটনেস টেস্টে। আপতত প্রাথমিক শর্তে পাস করেছেন নাসির হোসেন। এখন জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণে তাকে পাড়ি দিতে হবে আরও লম্বা পথ!
সময়টা ভালো যাচ্ছে না নাসির হোসেনের। দুদিন আগেই আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি, পুলিশের তদন্ত বিভাগ পিবিআই বলছে ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ে অবৈধ। ব্যক্তিগত জীবনের এসব ঝামেলা মাথায় নিয়েই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগে ফিটনেস টেস্ট দিতে আজ মিরপুরে এসেছিলেন নাসির। ফিটনেস টেস্টে পাসও করে গেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
আগামী ১৭ তারিখের এনসিএল সামনে রেখে আজ সকাল থেকেই মিরপুরের ইনডোরে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্টের পর এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে কথা বলেন দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ফিটনেস টেস্টে সবার ফল মোটামুটি খুব ভালো। এটা ভালো হওয়ার কারণ এবার প্রত্যেক দল অনেক দিন ফিটনেস ক্যাম্প করেছে। এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে ওপরে আছে সবার নম্বর। এটা ইতিবাচক দিক। আগে দেখা যেত অনেকে ভালো করছে না বা ফিটনেস ভালো নয় দেখে বাদ পড়ছে। আমার মনে হয় না এবার ওরকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে।’
আগের মৌসুমেই তো ফিটনেস টেস্টে শুরুতে বাদ পড়েছিলেন কেউ কেউ। এই বাদ পরাদের তালিকায় ছিলেন নাসির হোসেনও। পরের অবশ্য টেস্টে উতরে গিয়েছিলেন। আজও নাসিরের ফিটনেস টেস্টের আগে সংবাদকর্মীদের চোখ ছিল তাঁর গতিবিধির ওপর। তবে নাসিরকে অবশ্য বেশ স্বাভাবিকই মনে হয়েছে। গাড়ি থেকে নেমে নাসির যখন ইনডোরে ঢুকছিল তখন দূর থেকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘কেমন আছেন নাসির ভাই।’ প্রতি উত্তরে নাসির বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি।’
সত্যিই নাসির ভালো থাকুন আর না থাকুন সেটি নিয়ে প্রশ্ন থাকলেও আজ মিরপুরে পেশাদার ক্রিকেটার নাসিরকেই দেখা গেছে। জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির কিছু আগেও সংবাদমাধ্যমে বলেছিলেন, আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। এই কঠিন কাজটা করতে হলে ঘরোয়া ক্রিকেটে তাকে আলো ছড়াতে হবে। সামনেই জাতীয় ক্রিকেট লিগ যেখানে খেলার প্রথম শর্ত পাস করতে হবে ফিটনেস টেস্টে। আপতত প্রাথমিক শর্তে পাস করেছেন নাসির হোসেন। এখন জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণে তাকে পাড়ি দিতে হবে আরও লম্বা পথ!
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১৭ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২৯ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে