Ajker Patrika

বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানি ক্রিকেটারের রহস্যময় বক্তব্য

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৫৪
অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ফখর জামান। ছবি: ক্রিকইনফো
অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ফখর জামান। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফি থেকে এবার দ্রুতই ছিটকে গেল পাকিস্তান। সেটারও আগে ফখর জামানের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। রাওয়ালপিন্ডিতে আজ তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার ম্যাচের আগে রহস্যময় কথা বলেছেন ফখর।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ঝামেলার কারণে কয়েক মাস আগে ফখরের অবসরের গুঞ্জন চাউর হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই পাকিস্তান ঘোষণা করেছিল ১৫ সদস্যের চ্যাম্পিয়নস ট্রফি। যদিও এক ম্যাচ খেলেই পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।পিসিবির অফিশিয়াল এক্স হ্যান্ডলে ফখর গতকাল অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। অবসর প্রসঙ্গে পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা নিয়ে আমি অনেক কথা শুনেছি (অবসরের গুঞ্জন)। এমনকি আমার বন্ধুরাও এই ব্যাপারে জানতে আমাকে মেসেজ দিয়েছে। তবে এমন কিছুই নেই এখানে।’

ফখরের গত কয়েক মাস ধরেই সময়টা ভালো যাচ্ছে না। অবসরের গুঞ্জন তো ছিলই, এমনকি চোটের সঙ্গেও লড়তে হয়েছে তাঁকে। সব বাধা-বিপত্তি পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের এই বিস্ফোরক টপ অর্ডার ব্যাটার বলেন, ‘হ্যাঁ, থাইরয়েডের সমস্যার কারণে অবশ্যই আমি ফিরতে একটু সময় নিতে পারতাম। তবে আমি টি-টোয়েন্টি, ওয়ানডে এমনকি টেস্টও খেলতে চাই। মাঠে ফেরার ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলেছি এবং তখন বুঝতে পেরেছিলাম এক মাসের মধ্যে মাঠে ফিরতে যাচ্ছি।’

করাচিতে গত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই ম্যাচে কিউইদের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি ফখর। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেন ৪১ বলে ২৪ রান। ঠিক তার পরের দিনই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ পান ফখর। চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পর ড্রেসিংরুমে তাঁর অঝোরে কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফখরের পরিবর্তে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন ইমাম উল হক। দুবাইয়ে চলতি সপ্তাহের রোববার ভারতের বিপক্ষে ২৬ বলে ১০ রান করেছেন ইমাম। পাকিস্তানি এই ব্যাটার নিজের ভুলে রান আউটের ফাঁদে কাটা পড়েন। ভারত, নিউজিল্যান্ড এই দুই দলের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজেছে পাকিস্তানের। বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। দুবাইয়ে ২ মার্চ গতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ‘এ’ গ্রুপের ম্যাচটি তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত