Ajker Patrika

এবার সাকিবকে নিতে এল হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার সাকিবকে নিতে এল হেলিকপ্টার

কাল রাতেই আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। বিকেএসপিতে সকালে খেলতে নামেন মোহামেডানের হয়ে। সেখান থেকে পুরো ম্যাচ শেষ না করেই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরছেন সাকিব। 

জানা গেছে, রাতে একটি পণ্যের দূতিয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন সাকিব। এ জন্যই ম্যাচ শেষ না করে তাড়াহুড়ো করে ঢাকায় ফিরছেন। তবে এই মুহূর্তে শেখ জামালের বিপক্ষে ম্যাচে ভালো অবস্থানে আছে সাকিবের মোহামেডান। ব্যাট হাতে সাকিব অবশ্য ৫ রানের বেশি করতে পারেননি। হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার আগে বোলিং কোটাও শেষ করেছেন সাকিব। ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। 

আজ সাকিবকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল দিয়েছে বাংলাদেশ। দলে আছেন লিটন দাসও। দুজনকেই এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। গতকাল আইপিএল শুরু হলেও আজ মাঠে নেমেছে কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই কলকাতার সঙ্গে যোগ দেবেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত