ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদ্যাপন। প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদ্যাপনটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।
পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদ্যাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’
তবে ম্যাচের সময় নাসুমের উদ্যাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউর সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে। রিভিউর কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউর মতো সংকেত দেখিয়ে উদ্যাপন করেন নাসুম।
ম্যাচ শেষে অবশ্য জানান, এটি রিভিউর সংকেত ছিল না, ওই উদ্যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। পরে এর ব্যাখ্যাও দিয়েছেন। আর নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদ্যাপন। প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদ্যাপনটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।
পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদ্যাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’
তবে ম্যাচের সময় নাসুমের উদ্যাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউর সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে। রিভিউর কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউর মতো সংকেত দেখিয়ে উদ্যাপন করেন নাসুম।
ম্যাচ শেষে অবশ্য জানান, এটি রিভিউর সংকেত ছিল না, ওই উদ্যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। পরে এর ব্যাখ্যাও দিয়েছেন। আর নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
২০ মিনিট আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। তবে বদলে গেল ভেন্যু। এশিয়া কাপ হচ্ছে না ভারতে, নতুন ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। অবশ্য আমিরাতে হবে
২২ মিনিট আগেনারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
১ ঘণ্টা আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগে