Ajker Patrika

নাসুমের ভিন্নধর্মী উদ্‌যাপনের অর্থ নতুন বাঘ আসছে

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১: ৫৪
নাসুমের ভিন্নধর্মী উদ্‌যাপনের অর্থ নতুন বাঘ আসছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদ্‌যাপন। প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদ্‌যাপনটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।  

 পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদ্‌যাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’

তবে ম্যাচের সময় নাসুমের উদ্‌যাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউর সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে। রিভিউর কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউর মতো সংকেত দেখিয়ে উদ্‌যাপন করেন নাসুম।

ম্যাচ শেষে অবশ্য জানান, এটি রিভিউর সংকেত ছিল না, ওই উদ্‌যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। পরে এর ব্যাখ্যাও দিয়েছেন। আর নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত