Ajker Patrika

লিটনের কণ্ঠে আইপিএলের গান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯: ৪৭
লিটনের কণ্ঠে আইপিএলের গান

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

গত পরশু কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করে। সেখানে এক ভিডিওতে লিটন বলেন, ‘এটা ‘আমার প্রথম আইপিএল। কেকেআর পরিবারের অংশ হতে পেরে তাই ভীষণ রোমাঞ্চিত। খুব শিগগির দেখা হচ্ছে। করব, লড়ব, জিতব।’

লিটনের সঙ্গে সাকিবও খেলবেন কলকাতার হয়ে। দুজনকেই ভিত্তিমূল্যে নিয়েছে কলকাতা। সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা)। লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি (৬৪ লাখ টাকা)। কোচিতে হওয়া আইপিএলের এই মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব, লিটন—দুজনই আইপিএলে দল পেলেন। সাকিব, লিটনসহ তিন বাংলাদেশি খেলবেন এবারের আইপিএলে। মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে রিটেইন করেছিল ক্যাপিটালস।

২০২২ সালে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন লিটন। ১৩ ম্যাচে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান করেছেন, স্ট্রাইক রেট ৮৩.১৪। করেছেন ১ সেঞ্চুরি এবং ৪ ফিফটি। আর ১৯ টি-টোয়েন্টিতে ২৮.৬৩ গড়ে করেছেন ৫৪৪ রান। করেছেন ৪ ফিফটি এবং স্ট্রাইকরেট ১৪০.২০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত