Ajker Patrika

ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে, ভনের খোঁচা

ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে, ভনের খোঁচা

ভারতীয় ক্রিকেটের সঙ্গে মাইকেল ভনের দা-কুমড়ো সম্পর্কের কথা কারওই অজানা নয়। ভারতের ভুল পেলে খোঁচা দিতে দেরি করেন না সাবেক এই ইংলিশ অধিনায়ক। বিশ্বকাপের পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হারা বিরাট কোহলির দলকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না ভন। বলেছেন, ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ১১০ রানে থেমে গিয়ে প্রথম ইনিংস শেষেই ম্যাচ হাতছাড়া করেন কোহলিরা। আর ম্যাচ চলাকালেই টুইটারকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেন ভন। প্রথম টুইটে তিনি লিখেন, ‘ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে। তাদের মানসিকতা ও শরীরী ভাষা খুবই নেতিবাচক।’ 

এখানেই অবশ্য থামেননি ভন। কিছুক্ষণ পর দ্বিতীয় টুইটে ভন লিখেন, ‘ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। ক্রিকেট অনেক এগিয়ে গেছে।’ 

ভনের সঙ্গে বিভিন্ন সময় কথার লড়াইয়ে মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। ভারত মাঠের লড়াইয়ে হারার পথে তখন ভন তৃতীয় টুইটে স্মরণ করেন জাফরকে, ‘কেমন আছ ওয়াসিম জাফর?’ 

একটু পর অবশ্য সান্ত্বনাও দেন ভারতকে। এবার ভন লিখেন, ‘সত্যি কথা বলতে, ভারতের যে মেধা ও প্রতিভা আছে সে বিবেচনায় অনেক বছর ধরে সাদা বলের ক্রিকেটে তাদের প্রাপ্তি কম।’ 

শুধু নিজে টুইট করেই নয়, ভারতীয় সমর্থকদের টুইটারের জবাব দিয়েও এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম জমিয়ে রাখেন ভন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত