ভারতীয় ক্রিকেটের সঙ্গে মাইকেল ভনের দা-কুমড়ো সম্পর্কের কথা কারওই অজানা নয়। ভারতের ভুল পেলে খোঁচা দিতে দেরি করেন না সাবেক এই ইংলিশ অধিনায়ক। বিশ্বকাপের পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হারা বিরাট কোহলির দলকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না ভন। বলেছেন, ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ১১০ রানে থেমে গিয়ে প্রথম ইনিংস শেষেই ম্যাচ হাতছাড়া করেন কোহলিরা। আর ম্যাচ চলাকালেই টুইটারকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেন ভন। প্রথম টুইটে তিনি লিখেন, ‘ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে। তাদের মানসিকতা ও শরীরী ভাষা খুবই নেতিবাচক।’
এখানেই অবশ্য থামেননি ভন। কিছুক্ষণ পর দ্বিতীয় টুইটে ভন লিখেন, ‘ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। ক্রিকেট অনেক এগিয়ে গেছে।’
ভনের সঙ্গে বিভিন্ন সময় কথার লড়াইয়ে মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। ভারত মাঠের লড়াইয়ে হারার পথে তখন ভন তৃতীয় টুইটে স্মরণ করেন জাফরকে, ‘কেমন আছ ওয়াসিম জাফর?’
একটু পর অবশ্য সান্ত্বনাও দেন ভারতকে। এবার ভন লিখেন, ‘সত্যি কথা বলতে, ভারতের যে মেধা ও প্রতিভা আছে সে বিবেচনায় অনেক বছর ধরে সাদা বলের ক্রিকেটে তাদের প্রাপ্তি কম।’
শুধু নিজে টুইট করেই নয়, ভারতীয় সমর্থকদের টুইটারের জবাব দিয়েও এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম জমিয়ে রাখেন ভন।
ভারতীয় ক্রিকেটের সঙ্গে মাইকেল ভনের দা-কুমড়ো সম্পর্কের কথা কারওই অজানা নয়। ভারতের ভুল পেলে খোঁচা দিতে দেরি করেন না সাবেক এই ইংলিশ অধিনায়ক। বিশ্বকাপের পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হারা বিরাট কোহলির দলকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না ভন। বলেছেন, ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ১১০ রানে থেমে গিয়ে প্রথম ইনিংস শেষেই ম্যাচ হাতছাড়া করেন কোহলিরা। আর ম্যাচ চলাকালেই টুইটারকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেন ভন। প্রথম টুইটে তিনি লিখেন, ‘ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে। তাদের মানসিকতা ও শরীরী ভাষা খুবই নেতিবাচক।’
এখানেই অবশ্য থামেননি ভন। কিছুক্ষণ পর দ্বিতীয় টুইটে ভন লিখেন, ‘ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। ক্রিকেট অনেক এগিয়ে গেছে।’
ভনের সঙ্গে বিভিন্ন সময় কথার লড়াইয়ে মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। ভারত মাঠের লড়াইয়ে হারার পথে তখন ভন তৃতীয় টুইটে স্মরণ করেন জাফরকে, ‘কেমন আছ ওয়াসিম জাফর?’
একটু পর অবশ্য সান্ত্বনাও দেন ভারতকে। এবার ভন লিখেন, ‘সত্যি কথা বলতে, ভারতের যে মেধা ও প্রতিভা আছে সে বিবেচনায় অনেক বছর ধরে সাদা বলের ক্রিকেটে তাদের প্রাপ্তি কম।’
শুধু নিজে টুইট করেই নয়, ভারতীয় সমর্থকদের টুইটারের জবাব দিয়েও এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম জমিয়ে রাখেন ভন।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
৫ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৮ ঘণ্টা আগে