ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হন শুবমান গিল। এবার ওয়ানডের নেতৃত্বও পেলেন এই তারকা ব্যাটার। গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল।
রোহিত অবসর নেওয়ায় টেস্টের নেতৃত্ব পান গিল। ৩৮ এ পা দিয়েছেন রোহিত। তাই সামনের দিনগুলোর পরিকল্পনায় তাঁকে সরিয়ে গিলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন এই ব্যাটার।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের ওয়ানডে অধিনায়ক হন রোহিত। তার অধীনে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে স্বাগতিকেরা। অস্ট্রেলিয়ার কাছে হারায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আয়োজকদের। রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। নেতৃত্ব হারালেও অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে রোহিতকে। তাঁর পাশাপাশি দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি।
ওয়ানডের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্যও দল দিয়েছে বিসিসিআই। যথারীতি সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেই খেলবে ভারত।
ওয়ানডের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া মোটেও সহজ ছিল না বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের জন্য। এরপরও দলের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে তাঁর নির্বাচক প্যানেল। আগারকার বলেন, ‘সামনে কী আছে সেটা দেখতে হবে। দলের স্বার্থ বিবেচনা করতে হবে। যুক্তিসঙ্গতভাবে যত দ্রুত সম্ভ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে অন্য খেলোয়াড়কে (গিল) একটি ভালো সুযোগ দেওয়া যায়।’
আগামী ১৯ অক্টোবর পার্থে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ভেন্যু অ্যাডিলেড। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের স্কোয়াড:
ওয়ানডে: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।
টি–টোয়েন্টি: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হন শুবমান গিল। এবার ওয়ানডের নেতৃত্বও পেলেন এই তারকা ব্যাটার। গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল।
রোহিত অবসর নেওয়ায় টেস্টের নেতৃত্ব পান গিল। ৩৮ এ পা দিয়েছেন রোহিত। তাই সামনের দিনগুলোর পরিকল্পনায় তাঁকে সরিয়ে গিলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন এই ব্যাটার।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের ওয়ানডে অধিনায়ক হন রোহিত। তার অধীনে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে স্বাগতিকেরা। অস্ট্রেলিয়ার কাছে হারায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আয়োজকদের। রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। নেতৃত্ব হারালেও অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে রোহিতকে। তাঁর পাশাপাশি দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি।
ওয়ানডের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্যও দল দিয়েছে বিসিসিআই। যথারীতি সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেই খেলবে ভারত।
ওয়ানডের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া মোটেও সহজ ছিল না বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের জন্য। এরপরও দলের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে তাঁর নির্বাচক প্যানেল। আগারকার বলেন, ‘সামনে কী আছে সেটা দেখতে হবে। দলের স্বার্থ বিবেচনা করতে হবে। যুক্তিসঙ্গতভাবে যত দ্রুত সম্ভ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে অন্য খেলোয়াড়কে (গিল) একটি ভালো সুযোগ দেওয়া যায়।’
আগামী ১৯ অক্টোবর পার্থে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ভেন্যু অ্যাডিলেড। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের স্কোয়াড:
ওয়ানডে: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।
টি–টোয়েন্টি: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
১৩ মিনিট আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩২ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব কম সময়েই নিজের জাত চেনান অভিষেক শর্মা। শুরু থেকেই ভারতের টি–টোয়েন্টি দলের ভরসার প্রতীক হয়ে উঠেন তিনি। এশিয়া কাপে তো ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন অভিষেক। এবার সেটারই স্বীকৃতি পেলেন এই ২৫ বছর বয়সী ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে