Ajker Patrika

দুর্দান্ত নাসির, তবুও হার ঢাকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮: ১৪
Thumbnail image

টানা তিন হারের পর টানা তিন জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ৩৩ রানে হারিয়েছেন ইমরুল-লিটনরা। নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুনরা চেষ্টা করেও জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন দলকে।

১৮৪ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে ১৫১ রান করতে পেরেছে ঢাকা। নিজেদের পাঁচ ম্যাচে চারটিতেই হেরেছে তারা। ঢাকা হারলেও ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল অধিনায়ক নাসির হোসেন। এবারের বিপিএলে ৩০-এর নিচে কোনো ইনিংস নেই এই অলরাউন্ডারের। আজ পেয়েছেন প্রথম ফিফটি। ৪৫ বলে ৬৬ রান করে অপরাজিত থেকেছেন নাসির।

মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৬ রান। ২৪ রানে অপরাজিত থাকেন আরিফুল হক। কুমিল্লার হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। এই বিপিএলে তানভীরের শিকার করলেন ৮ উইকেট। যা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। এ ছাড়া হাসান আলি ও মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাসির। আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা। ২৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন খুশদিল। আর রিজওয়ান অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৫ রানে।

হাতে উইকেট থাকলেও কুমিল্লার রানের চাকা খুব বেশি সচল ছিল না। ওপেনিংয়ে নামা রিজওয়ান এক প্রান্তে ধীরে ব্যাটিং করে যাচ্ছিলেন। তবে শেষের গল্পটা ভিন্নভাবে লিখলেন মাত্র ১৮ বলে তুলে নেন ফিফটি। যা এই বিপিএলের দ্রুততম। ৬৪ রানের ইনিংসে ছিল সাত চার ও পাঁচ ছক্কা।

ঢাকার হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নাসির, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত