Ajker Patrika

আউট থেকে বাঁচলেন লিটন, জয়ের ফিফটি

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫: ৫৩
আউট থেকে বাঁচলেন লিটন, জয়ের ফিফটি

আউট থেকে বাঁচলেন লিটন দাস। লিজার্ড উইলিমাসের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু প্রথম স্লিপে দাঁড়ানো ডিন এলগার বল তালুবন্দী করতে পারেননি। ব্যক্তিগত ১৬ রানে জীবন পাওয়া লিটন ইনিংসটি কতদূর টেনে নিয়ে যেতে পারেন, সেটিই দেখার বিষয়। এদিকে উইকেটে থাকা আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয় ফিফটি করে অপরাজিত আছেন।

৫৮তম ওভারের প্রথম বলে লিটনের ক্যাচ ছাড়েন এলগার। উইলিয়ামসের ওভারের পরের বলগুলো দারুণভাবে সামলেছেন লিটন। আগের দিনে চার উইকেট হারানো বাংলাদেশ আজ দিনের শুরুতেই হারিয়েছে তাসকিনের উইকেট। দ্বিতীয় দিনের শেষ সেশনে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে এসেছিলেন তাসকিন।

আগের দিনের দলীয় রানের সঙ্গে ৩ রান যোগ হতেই ফিরে গেছেন তাসকিন। দলীয় ১০১ রানের সময় খাতা খোলার পর এই উইলিয়ামসের বলেই উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন তাসকিন (১)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৯। জয় ৬৪ আর লিটন ২৬ রানে উইকেটে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত