Ajker Patrika

এক ঘণ্টা এগোল বিপিএলের ফাইনালের সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ১১
এক ঘণ্টা এগোল বিপিএলের ফাইনালের সময়

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের সময়সূচি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনাল হওয়ার কথা থাকলেও এখন তা এক ঘণ্টা আগেই (সাড়ে ৫টা) শুরু হবে। 

আজ বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়, ‘১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের জয়ী দল খেলবে আগেই ফাইনাল নিশ্চিত করা বরিশালের বিপক্ষে।’ 

বিপিএলের চলতি আসরে শুক্রবার ছাড়া দিনের ম্যাচ শুরু হতো সাড়ে ১২টায় আর সন্ধ্যার ম্যাচ হতো সাড়ে ৫টায়। শুক্রবার দিনের ম্যাচ দেড়টায় এবং সন্ধ্যার ম্যাচ হতো সাড়ে ৬টায়। ফাইনাল শুক্রবার হওয়ায় সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল, তবে এখন তা হবে সাড়ে ৫টায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত