ডিপ মিড উইকেটের সীমানা পেরিয়ে কোনো রকমে বলটা পড়ল দড়ির ওপারে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে দেখা গেল জস বাটলারের সেই শূন্যে উড়ে উদ্যাপন। ‘এক ঢিলে দুই পাখি মারার’ আনন্দ তো এমন হবেই। ছক্কা মেরে সেঞ্চুরির পাশাপাশি গতকাল রাজস্থান রয়্যালসকেও জয় এনে দিলেন বাটলার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে গতকাল ম্যাচটা এমনিতেও ছিল বাটলারের জন্য বিশেষ। আইপিএল ক্যারিয়ারে এটা তাঁর শততম ম্যাচ। শততম ম্যাচে সেঞ্চুরি করে বিরাট কোহলির সেঞ্চুরি ম্লান করে দেন বাটলার। ৫৮ বলে ৯ চারের পাশাপাশি ৪ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন বাটলার। আইপিএলে শততম ম্যাচে বাটলারের ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে লোকেশ রাহুল নিজের শততম আইপিএল ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। রাহুল তিন অঙ্ক ছুয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে। রাহুল ও বাটলার—আইপিএলে ম্যাচের সেঞ্চুরিতে সেঞ্চুরি করেছেন এ দুই ব্যাটার।
কোহলিদের বিপক্ষে গত রাতে সেঞ্চুরি করে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন বাটলার। আইপিএল ক্যারিয়ারে এটা বাটলারের ষষ্ঠ সেঞ্চুরি। বাটলারের সমান সেঞ্চুরি রয়েছে ক্রিস গেইলের। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ৬ সেঞ্চুরি করেন গেইল। ৮ সেঞ্চুরি করে আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড কোহলির। ২০০৮ থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতীয় তারকা ব্যাটার খেলছেন আরসিবির জার্সিতে।
আরসিবির বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জেতেন বাটলার। তাতে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ১১ ম্যাচে ম্যাচ-সেরার পুরস্কার লাভ করেন বাটলার। ইংল্যান্ডের তারকা ব্যাটারের পর এই তালিকায় দ্বিতীয় আজিঙ্কা রাহানে। রাজস্থানের জার্সিতে ১০ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাহানে।
আইপিএলে শততম ম্যাচে সর্বোচ্চ পাঁচ স্কোর
রান দল প্রতিপক্ষ সাল
লোকেশ রাহুল ১০৩* লক্ষ্ণৌ মুম্বাই ২০২২
জস বাটলার ১০০* রাজস্থান বেঙ্গালুরু ২০২৪
ফাফ ডু প্লেসিস ৮৬ চেন্নাই কলকাতা ২০২১
ডেভিড ওয়ার্নার ৬৯ হায়দরাবাদ বেঙ্গালুরু ২০১৬
মুরালি বিজয় ৫৯ পাঞ্জাব পুনে ২০১৬
আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি করা ৬ ব্যাটার
ম্যাচ
বিরাট কোহলি ৮
ক্রিস গেইল ৬
জস বাটলার ৬
লোকেশ রাহুল ৪
ডেভিড ওয়ার্নার ৪
শেন ওয়াটসন ৪
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ-সেরা পাঁচ খেলোয়াড়
ম্যাচসেরা
জস বাটলার ১১
আজিঙ্কা রাহানে ১০
ইউসুফ পাঠান ৯
শেন ওয়াটসন ৯
সঞ্জু স্যামসন ৮
ডিপ মিড উইকেটের সীমানা পেরিয়ে কোনো রকমে বলটা পড়ল দড়ির ওপারে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে দেখা গেল জস বাটলারের সেই শূন্যে উড়ে উদ্যাপন। ‘এক ঢিলে দুই পাখি মারার’ আনন্দ তো এমন হবেই। ছক্কা মেরে সেঞ্চুরির পাশাপাশি গতকাল রাজস্থান রয়্যালসকেও জয় এনে দিলেন বাটলার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে গতকাল ম্যাচটা এমনিতেও ছিল বাটলারের জন্য বিশেষ। আইপিএল ক্যারিয়ারে এটা তাঁর শততম ম্যাচ। শততম ম্যাচে সেঞ্চুরি করে বিরাট কোহলির সেঞ্চুরি ম্লান করে দেন বাটলার। ৫৮ বলে ৯ চারের পাশাপাশি ৪ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন বাটলার। আইপিএলে শততম ম্যাচে বাটলারের ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে লোকেশ রাহুল নিজের শততম আইপিএল ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। রাহুল তিন অঙ্ক ছুয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে। রাহুল ও বাটলার—আইপিএলে ম্যাচের সেঞ্চুরিতে সেঞ্চুরি করেছেন এ দুই ব্যাটার।
কোহলিদের বিপক্ষে গত রাতে সেঞ্চুরি করে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন বাটলার। আইপিএল ক্যারিয়ারে এটা বাটলারের ষষ্ঠ সেঞ্চুরি। বাটলারের সমান সেঞ্চুরি রয়েছে ক্রিস গেইলের। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ৬ সেঞ্চুরি করেন গেইল। ৮ সেঞ্চুরি করে আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড কোহলির। ২০০৮ থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতীয় তারকা ব্যাটার খেলছেন আরসিবির জার্সিতে।
আরসিবির বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জেতেন বাটলার। তাতে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ১১ ম্যাচে ম্যাচ-সেরার পুরস্কার লাভ করেন বাটলার। ইংল্যান্ডের তারকা ব্যাটারের পর এই তালিকায় দ্বিতীয় আজিঙ্কা রাহানে। রাজস্থানের জার্সিতে ১০ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাহানে।
আইপিএলে শততম ম্যাচে সর্বোচ্চ পাঁচ স্কোর
রান দল প্রতিপক্ষ সাল
লোকেশ রাহুল ১০৩* লক্ষ্ণৌ মুম্বাই ২০২২
জস বাটলার ১০০* রাজস্থান বেঙ্গালুরু ২০২৪
ফাফ ডু প্লেসিস ৮৬ চেন্নাই কলকাতা ২০২১
ডেভিড ওয়ার্নার ৬৯ হায়দরাবাদ বেঙ্গালুরু ২০১৬
মুরালি বিজয় ৫৯ পাঞ্জাব পুনে ২০১৬
আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি করা ৬ ব্যাটার
ম্যাচ
বিরাট কোহলি ৮
ক্রিস গেইল ৬
জস বাটলার ৬
লোকেশ রাহুল ৪
ডেভিড ওয়ার্নার ৪
শেন ওয়াটসন ৪
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ-সেরা পাঁচ খেলোয়াড়
ম্যাচসেরা
জস বাটলার ১১
আজিঙ্কা রাহানে ১০
ইউসুফ পাঠান ৯
শেন ওয়াটসন ৯
সঞ্জু স্যামসন ৮
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
২৫ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১২ ঘণ্টা আগে