Ajker Patrika

শততম ম্যাচে সেঞ্চুরি, কোহলিদের বিপক্ষে আরও যত রেকর্ড বাটলারের 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯: ৫৭
শততম ম্যাচে সেঞ্চুরি, কোহলিদের বিপক্ষে আরও যত রেকর্ড বাটলারের 

ডিপ মিড উইকেটের সীমানা পেরিয়ে কোনো রকমে বলটা পড়ল দড়ির ওপারে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে দেখা গেল জস বাটলারের সেই শূন্যে উড়ে উদ্‌যাপন। ‘এক ঢিলে দুই পাখি মারার’ আনন্দ তো এমন হবেই। ছক্কা মেরে সেঞ্চুরির পাশাপাশি গতকাল রাজস্থান রয়্যালসকেও জয় এনে দিলেন বাটলার। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে গতকাল ম্যাচটা এমনিতেও ছিল বাটলারের জন্য বিশেষ। আইপিএল ক্যারিয়ারে এটা তাঁর শততম ম্যাচ। শততম ম্যাচে সেঞ্চুরি করে বিরাট কোহলির সেঞ্চুরি ম্লান করে দেন বাটলার। ৫৮ বলে ৯ চারের পাশাপাশি ৪ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন বাটলার। আইপিএলে শততম ম্যাচে বাটলারের ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে লোকেশ রাহুল নিজের শততম আইপিএল ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। রাহুল তিন অঙ্ক ছুয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে। রাহুল ও বাটলার—আইপিএলে ম্যাচের সেঞ্চুরিতে সেঞ্চুরি করেছেন এ দুই ব্যাটার। 

আইপিএল ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। ছবি: ক্রিকইনফোকোহলিদের বিপক্ষে গত রাতে সেঞ্চুরি করে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন বাটলার। আইপিএল ক্যারিয়ারে এটা বাটলারের ষষ্ঠ সেঞ্চুরি। বাটলারের সমান সেঞ্চুরি রয়েছে ক্রিস গেইলের। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ৬ সেঞ্চুরি করেন গেইল। ৮ সেঞ্চুরি করে আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড কোহলির। ২০০৮ থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতীয় তারকা ব্যাটার খেলছেন আরসিবির জার্সিতে। 

আরসিবির বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জেতেন বাটলার। তাতে রাজস্থানের হয়ে সর্বোচ্চ ১১ ম্যাচে ম্যাচ-সেরার পুরস্কার লাভ করেন বাটলার। ইংল্যান্ডের তারকা ব্যাটারের পর এই তালিকায় দ্বিতীয় আজিঙ্কা রাহানে। রাজস্থানের জার্সিতে ১০ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাহানে। 

আইপিএলে শততম ম্যাচে সর্বোচ্চ পাঁচ স্কোর 
রান          দল          প্রতিপক্ষ          সাল 
লোকেশ রাহুল          ১০৩*       লক্ষ্ণৌ          মুম্বাই          ২০২২ 
জস বাটলার            ১০০*       রাজস্থান      বেঙ্গালুরু        ২০২৪ 
ফাফ ডু প্লেসিস         ৮৬           চেন্নাই        কলকাতা       ২০২১ 
ডেভিড ওয়ার্নার       ৬৯           হায়দরাবাদ   বেঙ্গালুরু       ২০১৬ 
মুরালি বিজয়          ৫৯            পাঞ্জাব          পুনে           ২০১৬ 

আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি করা ৬ ব্যাটার 
 ম্যাচ
বিরাট কোহলি          ৮ 
 ক্রিস গেইল            ৬ 
জস বাটলার            ৬ 
লোকেশ রাহুল         ৪ 
ডেভিড ওয়ার্নার       ৪ 
শেন ওয়াটসন         ৪ 

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ-সেরা পাঁচ খেলোয়াড়

ম্যাচসেরা
 জস বাটলার          ১১ 
 আজিঙ্কা রাহানে     ১০ 
ইউসুফ পাঠান         ৯ 
শেন ওয়াটসন          ৯ 
সঞ্জু স্যামসন        ৮ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত