ক্রীড়া ডেস্ক
মার্ক অ্যাডায়ারের তোপের সামনে প্রথম ইনিংসে আফগানিস্তান গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। তবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ স্বস্তিতে দিন পার করেছে তারা। লিড নিয়েছে ২৬ রান। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির অপরাজিত ৫৩ রানের সুবাদে দিন পার করেছে ৩ উইকেটে ১৩৪ রানে।
আবুধাবির টোলারেন্স ওভালে ৪ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শুরু করা আইরিশদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পল স্টার্লিংয়ের জুটি ভাঙে দিনের শুরুতেই। আজ কোনো রান না করেই ফেরেন টেক্টর (৩২)। তবে ফিফটি তোলে নেন স্টার্লিং। ৫২ রানে জহির খানের বলে বোল্ড হন তিনি।
এরপর উইকেটরক্ষক লোরকান টাকারের ৪৬ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৩৮ রানে চড়ে দলীয় দুই শ পেরোয় আফগানরা। ৫ উইকেট নেন স্পিনার জিয়া-উর-রহমান। ৩ উইকেট নেন পেসার নাভিদ জাদরান। দিনের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন তিনি। আগের দিন আয়ারল্যান্ডের ৪ উইকেটের দুটি করে করে নিয়েছিলেন নাভিদ ও জিয়া।
চা বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ধাক্কা খায় আফগানিস্তান। ৩৮ রানে অ্যাডায়ার ফেরত পাঠান ওপেনার ইব্রাহিম জাদরান (১২) ও রহমত শাহকে (৯)। এরপর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার নুর আলী জাদরান (৩২) ও শহীদি। এরপর অবশ্য কোনো উইকেট না হারিয়ে দিন পার করে আফগানরা। আগামীকাল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে (২৩) নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামবেন শহীদি।
মার্ক অ্যাডায়ারের তোপের সামনে প্রথম ইনিংসে আফগানিস্তান গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। তবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ স্বস্তিতে দিন পার করেছে তারা। লিড নিয়েছে ২৬ রান। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির অপরাজিত ৫৩ রানের সুবাদে দিন পার করেছে ৩ উইকেটে ১৩৪ রানে।
আবুধাবির টোলারেন্স ওভালে ৪ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শুরু করা আইরিশদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পল স্টার্লিংয়ের জুটি ভাঙে দিনের শুরুতেই। আজ কোনো রান না করেই ফেরেন টেক্টর (৩২)। তবে ফিফটি তোলে নেন স্টার্লিং। ৫২ রানে জহির খানের বলে বোল্ড হন তিনি।
এরপর উইকেটরক্ষক লোরকান টাকারের ৪৬ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৩৮ রানে চড়ে দলীয় দুই শ পেরোয় আফগানরা। ৫ উইকেট নেন স্পিনার জিয়া-উর-রহমান। ৩ উইকেট নেন পেসার নাভিদ জাদরান। দিনের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন তিনি। আগের দিন আয়ারল্যান্ডের ৪ উইকেটের দুটি করে করে নিয়েছিলেন নাভিদ ও জিয়া।
চা বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ধাক্কা খায় আফগানিস্তান। ৩৮ রানে অ্যাডায়ার ফেরত পাঠান ওপেনার ইব্রাহিম জাদরান (১২) ও রহমত শাহকে (৯)। এরপর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার নুর আলী জাদরান (৩২) ও শহীদি। এরপর অবশ্য কোনো উইকেট না হারিয়ে দিন পার করে আফগানরা। আগামীকাল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে (২৩) নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামবেন শহীদি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে