টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে