টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে