Ajker Patrika

বিশ্বকাপ জিতে বছর রাঙাবে অস্ট্রেলিয়া, বিশ্বাস ব্রেট লির 

বিশ্বকাপ জিতে বছর রাঙাবে অস্ট্রেলিয়া, বিশ্বাস ব্রেট লির 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে। 

দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’

ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’

টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত