ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধুয়ে দিয়েছিলেন মহসিন শেখ। নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্ট শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেও বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেরও দু্ই দিন পেরিয়ে গেছে। শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত। মহসিন আবারও তোপ দাগলেন বিসিবিকে নিয়ে। বিসিবির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) ধুয়ে দিয়েছেন তিনি। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক গত রাতে ফেসবুকে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি শেষ। ক্রিকেটাররা হয়তো শাস্তির মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একইভাবে চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে।’
২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বাংলাদেশের। একই সঙ্গে বিদায় নেয় পাকিস্তানও। সেই রাতেই মহসিন বিসিবি ও পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছিলেন। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক ফেসবুকে তখন লিখেছিলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কারও কাছে তাঁরা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ নেই।’
পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ১৬ মার্চ। প্রথমে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। সিরিজটি হবে নিউজিল্যান্ডের মাঠে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে আরও পড়ে। সিলেটে ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৮ এপ্রিল সাগরিকায় শুরু হবে এই টেস্ট।
চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধুয়ে দিয়েছিলেন মহসিন শেখ। নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্ট শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেও বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেরও দু্ই দিন পেরিয়ে গেছে। শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত। মহসিন আবারও তোপ দাগলেন বিসিবিকে নিয়ে। বিসিবির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) ধুয়ে দিয়েছেন তিনি। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক গত রাতে ফেসবুকে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি শেষ। ক্রিকেটাররা হয়তো শাস্তির মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একইভাবে চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে।’
২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বাংলাদেশের। একই সঙ্গে বিদায় নেয় পাকিস্তানও। সেই রাতেই মহসিন বিসিবি ও পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছিলেন। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক ফেসবুকে তখন লিখেছিলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কারও কাছে তাঁরা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ নেই।’
পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ১৬ মার্চ। প্রথমে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। সিরিজটি হবে নিউজিল্যান্ডের মাঠে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে আরও পড়ে। সিলেটে ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৮ এপ্রিল সাগরিকায় শুরু হবে এই টেস্ট।
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আজ সকাল থেকে চলছিল গুঞ্জন—দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযানে আসছে। দুপুর ১২টার আগে সেটা সত্যি হয়েছে। তিন সদস্যের একটি দল বিসিবি কার্যালয়ে গিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
৩৩ মিনিট আগেপ্রায় ৩ বছর পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
১ ঘণ্টা আগেপ্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
২ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে দুর্দান্ত। লাহোর কালান্দার্সের জার্সিতে পরশু ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক দিন পর আজ আবার লাহোরের ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস।
৩ ঘণ্টা আগে