ক্রীড়া ডেস্ক
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৯৪ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। ৬০০৭ রান করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। এছাড়া ২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব আল হাসান। দুই মহীরূহ না থাকার পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও আশানুরূপ নয়। সবশেষ চার টেস্টের সবকটিতেই বাংলাদেশ হেরেছে বাজেভাবে। যার মধ্যে দুটি ম্যাচ বাংলাদেশ হেরেছে ঘরের মাঠে।
অ্যান্টিগায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ম্যাচ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন মিরাজ। সাকিব-মুশফিকদের প্রসঙ্গ উঠতেই মিরাজ বলেন, ‘সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই অনেক সময় আমাদের খেলতে হয়। মুশফিক চোটে পড়েছেন। আবার সাকিব বলেছেন তিনি অবসর নিতে যাচ্ছেন। কাজটা কঠিন। তারপরও বিশ্বাস আছে যে ভালো কিছু করতে পারব আমরা। দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। এমন কন্ডিশনে পারফর্ম করার ভালোই সুযোগ রয়েছে তাদের।’
সাকিব, মুশফিক, শান্ত নেই। মুমিনুল হক, লিটন দাসের মতো ব্যাটাররাও সাম্প্রতিক সময়ে নেই ফর্মে। পাশাপাশি বাংলাদেশের টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা তো রয়েছেই। এত সমস্যার মধ্যেও আশাবাদী মিরাজ, ‘আপনি যা বললেন, আমাদের এখন সিনিয়র খেলোয়াড় নেই। তবে দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞরাও আছে। আমার মতে দুই বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল আমরা। নেতিবাচক কিছু ভাবছি না। নিজেদের খেলার প্রতিই শুধু মনোযোগ দিচ্ছি।’
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে ১১ নভেম্বর শারজায় তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে এটা অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও যখন নেই শান্ত, তখন মিরাজের কাঁধেই উঠল নেতৃত্বভার। তাতে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাচ্ছে মিরাজের। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এটা ৫০তম টেস্ট। যেখানে অষ্টম বাংলাদেশি হিসেবে আজ টেস্ট ম্যাচের ফিফটি পূরণ করতে যাচ্ছেন মিরাজ।
কানপুরে গত ২৬ সেপ্টেম্বর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নানা ঘটনাপ্রবাহে সেটা সম্ভব হয়নি। মুশফিকের পর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৭১ ম্যাচ খেলেন সাকিব।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৯৪ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। ৬০০৭ রান করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। এছাড়া ২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব আল হাসান। দুই মহীরূহ না থাকার পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও আশানুরূপ নয়। সবশেষ চার টেস্টের সবকটিতেই বাংলাদেশ হেরেছে বাজেভাবে। যার মধ্যে দুটি ম্যাচ বাংলাদেশ হেরেছে ঘরের মাঠে।
অ্যান্টিগায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ম্যাচ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন মিরাজ। সাকিব-মুশফিকদের প্রসঙ্গ উঠতেই মিরাজ বলেন, ‘সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই অনেক সময় আমাদের খেলতে হয়। মুশফিক চোটে পড়েছেন। আবার সাকিব বলেছেন তিনি অবসর নিতে যাচ্ছেন। কাজটা কঠিন। তারপরও বিশ্বাস আছে যে ভালো কিছু করতে পারব আমরা। দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। এমন কন্ডিশনে পারফর্ম করার ভালোই সুযোগ রয়েছে তাদের।’
সাকিব, মুশফিক, শান্ত নেই। মুমিনুল হক, লিটন দাসের মতো ব্যাটাররাও সাম্প্রতিক সময়ে নেই ফর্মে। পাশাপাশি বাংলাদেশের টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা তো রয়েছেই। এত সমস্যার মধ্যেও আশাবাদী মিরাজ, ‘আপনি যা বললেন, আমাদের এখন সিনিয়র খেলোয়াড় নেই। তবে দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞরাও আছে। আমার মতে দুই বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল আমরা। নেতিবাচক কিছু ভাবছি না। নিজেদের খেলার প্রতিই শুধু মনোযোগ দিচ্ছি।’
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে ১১ নভেম্বর শারজায় তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে এটা অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও যখন নেই শান্ত, তখন মিরাজের কাঁধেই উঠল নেতৃত্বভার। তাতে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাচ্ছে মিরাজের। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এটা ৫০তম টেস্ট। যেখানে অষ্টম বাংলাদেশি হিসেবে আজ টেস্ট ম্যাচের ফিফটি পূরণ করতে যাচ্ছেন মিরাজ।
কানপুরে গত ২৬ সেপ্টেম্বর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নানা ঘটনাপ্রবাহে সেটা সম্ভব হয়নি। মুশফিকের পর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৭১ ম্যাচ খেলেন সাকিব।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে