Ajker Patrika

তারকা সংকট দেখা দিতে পারে এবারের বিপিএলে

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৩: ০৮
তারকা সংকট দেখা দিতে পারে এবারের বিপিএলে

আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ। জানা গেছে, উদ্বোধনী মৌসুমের জন্য ৩০ জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তারা চুক্তিও সেরে ফেলেছে। প্রায় একই সময় শুরু হতে যাচ্ছে আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগও। সেখানেও অনেক তারকা ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন।

একই সময়ে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। ফেব্রুয়ারিতে যখন বিপিএল শেষ লগ্নে চলে আসবে, ঠিক তখনই আবার শুরু পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। স্বাভাবিকভাবে সেখানেও বসবে তারকাদের হাট।প্রায় একই সময়ে শুরু হতে চলা অন্য তিন লিগ যেভাবে একের পর এক নামীদামি খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে, তাতে বিপিএলে দেখা দিতে পারে তারকা সংকট। 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ কর্তৃপক্ষ অবশ্য এখনো ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি। তারা জানিয়েছে, ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েক সপ্তাহ পরেই নিলামের আয়োজন করা হবে। লিগ কর্তৃপক্ষ নাম না জানালেও গতকাল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। যেখানে আছেন জস বাটলার, লিয়াম লিভিংস্টোন ও জেসন হোল্ডারের মতো তারকারা।

দক্ষিণ আফ্রিকা লিগের প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ১৭ জন ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে। তাঁদের মধ্যে ৫ জনের সঙ্গে দলগুলো সরাসরি চুক্তি করতে পারবে। এর মধ্যে ৩ বিদেশি ও একজন করে দক্ষিণ আফ্রিকার জাতীয় কিংবা অভিষেক না হওয়া ক্রিকেটারকে নিতে হবে। একাদশে চার বিদেশিকে রাখার অনুমতিও দেওয়া হতে পারে। 

এদিকে, জানুয়ারিতেই আরব আমিরাতে শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্ট কর্তৃপক্ষ গত সোমবার তারকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। যাঁদের মধ্যে আছেন আন্দ্রে রাসেল, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যালেক্স হেলস, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান ও মুজিব উর রহমানরা। 

পিএসএলেও এই খেলোয়াড়েরা নিয়মিত খেলে থাকেন। ধারণা করা হচ্ছে, তারকা ক্রিকেটারেরা দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরত লিগ শেষ করে পিএসএল খেলতে যাবেন। আর নিজেদের টুর্নামেন্টে সব পাকিস্তানি ক্রিকেটাররা তো থাকছেনই। তাই বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানিদেরও পাচ্ছে না। শেষ পর্যন্ত বড় তারকারা বাংলাদেশে না এলে রং হারাবে এবারের বিপিএল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত