ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। পান থেকে চুন খসলে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান তিনি। সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছে, তাতে তাঁর রুদ্রমূর্তি দেখা গেল আবারও।
দুবাইয়ে গত রাতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারের শেষ বলের ঘটনা। ভারতীয় স্পিনার দীপ্তি শর্মার বলটি লং অফে ঠেলে ১ রান নেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কের। লং অফে বলটি ধরে হাতে রেখেই দৌড়াতে থাকেন হারমানপ্রীত। এই সুযোগে ২ রান করতে আবার দৌড়ান অ্যামেলিয়া ও সোফি ডিভাইন। স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই রানআউট হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দেন অ্যামেলিয়া। হোয়াইট ফার্নসের অলরাউন্ডার যখন সীমানার কাছাকাছি চলে যান, সেই মুহূর্তে তাঁকে (অ্যামেলিয়া) পিছু ডাকেন চতুর্থ আম্পায়ার। অ্যামেলিয়াকে বলা হয়েছে তিনি নট আউট।
নিউজিল্যান্ডের ক্রিকেটারকে আউট থেকে নট আউট ঘোষণা করতেই সেটা ভারতের জন্য ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। উল্লাস থামিয়ে তখন ভারতীয় ক্রিকেট দল মাঠেই হতাশা প্রকাশ করে। মাঠের দুই আম্পায়ার অ্যানা হ্যারিস ও জ্যাকুলিন উইলিয়ামসের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় হারমানপ্রীতের। ভারতীয় অধিনায়ক সীমানার কাছে গিয়ে তর্কে জড়ান চতুর্থ আম্পায়ারের সঙ্গে। ভারতের নারী দলের কোচ অমল মজুমদারও চতুর্থ আম্পায়ারের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়েন। অ্যামেলিয়া নট আউট দেওয়ার কারণ রানআউটের আগেই বল ‘ডেড’ হয়ে গেছে। কারণ দ্বিতীয় রান করতে যখনই তিনি (অ্যামেলিয়া) দৌড় শুরু করতে যাবেন, তার আগেই ওভার ডাকেন আম্পায়াররা।
ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়মে ডেড বল নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে ২০.১.১.১ উপধারায় বলা আছে,
‘বল তখনই ডেড হবে, যখন শেষ পর্যন্ত সেটা উইকেটরক্ষক বা বোলারের হাতে জমা হবে।’ অ্যামেলিয়ার রান আউট বিতর্কের পর ঘটনা শেষ হয়ে যায়নি। ১৪তম ওভারের শেষ বলে ১ রান দেওয়ায় ১৫তম ওভারে স্ট্রাইকে থাকার কথা ছিল অ্যামেলিয়ার। কিন্তু নতুন ওভারের প্রথম বলটি খেলেন ডিভাইন। আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেওয়ার পরই আউট হয়েছেন অ্যামেলিয়া। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের উইকেট নিয়েছেন ভারতীয় পেসার রেনুকা সিং ঠাকুর। ২২ বলে ১৩ রান করে আউট হয়েছেন অ্যামেলিয়া। কোনো বাউন্ডারি তিনি মারতে পারেননি।
টস জিতে প্রথমে ব্যাটিং করা নিউজিল্যান্ড ৪ উইকেটে করেছে ১৬০ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৯ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ভারত। ৫৮ রানে পরাজয়ের পর ভারতের জেমিমা রদ্রিগেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘দ্বিতীয় রানের ব্যাপারে নিউজিল্যান্ড নিশ্চিত ছিল এবং অ্যামেলিয়া দৌড়েছেও। এখানেই বোঝা যায় ওভার ডাকা হয়নি তখনো। আমাদের মনে হয়েছে রানআউটটা করতে পেরেছি। শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং এ ব্যাপারে (অ্যামেলিয়াকে রান আউট না দেওয়া) কোনো আপত্তি নেই।’
ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। পান থেকে চুন খসলে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান তিনি। সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছে, তাতে তাঁর রুদ্রমূর্তি দেখা গেল আবারও।
দুবাইয়ে গত রাতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারের শেষ বলের ঘটনা। ভারতীয় স্পিনার দীপ্তি শর্মার বলটি লং অফে ঠেলে ১ রান নেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কের। লং অফে বলটি ধরে হাতে রেখেই দৌড়াতে থাকেন হারমানপ্রীত। এই সুযোগে ২ রান করতে আবার দৌড়ান অ্যামেলিয়া ও সোফি ডিভাইন। স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই রানআউট হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দেন অ্যামেলিয়া। হোয়াইট ফার্নসের অলরাউন্ডার যখন সীমানার কাছাকাছি চলে যান, সেই মুহূর্তে তাঁকে (অ্যামেলিয়া) পিছু ডাকেন চতুর্থ আম্পায়ার। অ্যামেলিয়াকে বলা হয়েছে তিনি নট আউট।
নিউজিল্যান্ডের ক্রিকেটারকে আউট থেকে নট আউট ঘোষণা করতেই সেটা ভারতের জন্য ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। উল্লাস থামিয়ে তখন ভারতীয় ক্রিকেট দল মাঠেই হতাশা প্রকাশ করে। মাঠের দুই আম্পায়ার অ্যানা হ্যারিস ও জ্যাকুলিন উইলিয়ামসের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় হারমানপ্রীতের। ভারতীয় অধিনায়ক সীমানার কাছে গিয়ে তর্কে জড়ান চতুর্থ আম্পায়ারের সঙ্গে। ভারতের নারী দলের কোচ অমল মজুমদারও চতুর্থ আম্পায়ারের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়েন। অ্যামেলিয়া নট আউট দেওয়ার কারণ রানআউটের আগেই বল ‘ডেড’ হয়ে গেছে। কারণ দ্বিতীয় রান করতে যখনই তিনি (অ্যামেলিয়া) দৌড় শুরু করতে যাবেন, তার আগেই ওভার ডাকেন আম্পায়াররা।
ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়মে ডেড বল নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে ২০.১.১.১ উপধারায় বলা আছে,
‘বল তখনই ডেড হবে, যখন শেষ পর্যন্ত সেটা উইকেটরক্ষক বা বোলারের হাতে জমা হবে।’ অ্যামেলিয়ার রান আউট বিতর্কের পর ঘটনা শেষ হয়ে যায়নি। ১৪তম ওভারের শেষ বলে ১ রান দেওয়ায় ১৫তম ওভারে স্ট্রাইকে থাকার কথা ছিল অ্যামেলিয়ার। কিন্তু নতুন ওভারের প্রথম বলটি খেলেন ডিভাইন। আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেওয়ার পরই আউট হয়েছেন অ্যামেলিয়া। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের উইকেট নিয়েছেন ভারতীয় পেসার রেনুকা সিং ঠাকুর। ২২ বলে ১৩ রান করে আউট হয়েছেন অ্যামেলিয়া। কোনো বাউন্ডারি তিনি মারতে পারেননি।
টস জিতে প্রথমে ব্যাটিং করা নিউজিল্যান্ড ৪ উইকেটে করেছে ১৬০ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৯ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ভারত। ৫৮ রানে পরাজয়ের পর ভারতের জেমিমা রদ্রিগেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘দ্বিতীয় রানের ব্যাপারে নিউজিল্যান্ড নিশ্চিত ছিল এবং অ্যামেলিয়া দৌড়েছেও। এখানেই বোঝা যায় ওভার ডাকা হয়নি তখনো। আমাদের মনে হয়েছে রানআউটটা করতে পেরেছি। শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং এ ব্যাপারে (অ্যামেলিয়াকে রান আউট না দেওয়া) কোনো আপত্তি নেই।’
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
১১ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
১৪ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
১৫ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
১৫ ঘণ্টা আগে