Ajker Patrika

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে এবার কী বলছে আইসিসি

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে এবার কী বলছে আইসিসি

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান-এ খবর তো অনেক পুরোনো। তবে আইসিসির ইভেন্টটি পাকিস্তানে হবে কি না, সেটা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। খোদ আইসিসিও স্পষ্ট কোনো তথ্য দেয়নি এখনো। 

আইসিসি এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জুলাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা ইভেন্টটি।টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য তিন ভেন্যু  করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভেন্যুগুলোর সংস্কার কাজ জোর কদমে শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির প্রস্তুতি দেখে আইসিসি সন্তুষ্ট। প্রস্তাবিত তিন ভেন্যুর কাজ টুর্নামেন্ট (চ্যাম্পিয়নস ট্রফি) শুরুর আগে শেষ হবে বলে পিসিবি সভাপতি মহসিন নাকভি আইসিসির বোর্ড মেম্বারদের আশ্বস্ত করেছেন। আইসিসির সবশেষ বোর্ড সভায় সেটা প্রেজেন্টেশন আকারে দেখিয়েছেন নাকভি। 

নাকভি আইসিসির বোর্ড সদ্যসদের পাকিস্তান সফর করতেও আহ্বান জানিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পাকিস্তান কীভাবে প্রস্তুত হচ্ছে, সেটা দেখতে বলেছেন পিসিবি সভাপতি। তবে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল সফর করবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অপেক্ষা করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর। 

সংযুক্ত আরব আমিরাতে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে ২ অক্টোবর দুবাইয়ে যখন আইসিসি ব্রিফিং করেছিল, তখনই প্রশ্ন উঠেছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস জানিয়েছিলেন, পাকিস্তানেই হবে পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। অ্যালার্ডিস তখন দাবি করেছিলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে উল্লেখ করেছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী।

ভারতীয় দল যদি পাকিস্তান সফরে না যায়, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিকল্প উপায় খুঁজে বের করতে কদিন আগে বলেছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড থম্পসন। এক্ষেত্রে সদ্য নিযুক্ত আইসিসির চেয়ারম্যান জয় শাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছিলেন থম্পসন। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেন খেলে, সেজন্য অভিনব এক প্রস্তাব দেয় পিসিবি। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে ভারতীয় দলের শঙ্কা থাকলে প্রতি ম্যাচ শেষে ক্রিকেটারদের (ভারতীয়) ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থার কথা নাকি বিসিসিআইকে বলেছে পিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছিল।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত