Ajker Patrika

ব্যাটারদের আসা-যাওয়ায় বাংলাদেশ থামল ১৯২ রানে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ব্যাটারদের আসা-যাওয়ায় বাংলাদেশ থামল ১৯২ রানে

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। তবুও তৃতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল দুটি কারণে। এই ম্যাচে জিতলে আফগানদের ধবলধোলাই তো বটেই, বাংলাদেশ ওঠে যাবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ের গৌরবে। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ থেমেছে মাত্র ১৯২ রানে। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে আজও বাংলাদেশের শুরুটা ওই একই। এবারও ফজল হক ফারুকীর ভেতরে ঢোকা বলে আউট হন তামিম। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও নতুন বলে বাংলাদেশকে শুরু থেকেই চেপে রাখেন বাঁহাতি পেসার। সবুজ উইকেটের সুবাস পেয়ে আরও বিষ ছড়াচ্ছিলেন ফারুকী। তাতে বাংলাদেশের স্কোরবোর্ডও মন্থর হয়ে পড়লেও উইকেট বাঁচিয়ে এগোচ্ছিল তামিম-লিটন জুটি। বাংলাদেশের ইনিংসের প্রথম বাউন্ডারি আসে ষষ্ঠ ওভারে। মুজিব উর রহমানের চতুর্থ বলটি স্কয়ার লেগ ও শট ফাইন লেগের মাঝামাঝি দিয়ে চার রান আদায় করে নেন তামিম। 

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তোলার পরই ফারুকীর আঘাত। আগের দুই ম্যাচে এলবিডব্লিউ ফাঁদে পড়া তামিম এবার ভেতরে ঢোকা বলে সরাসরি পরাস্ত-বোল্ড। ২৫ বলে ১১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তামিমের বিদায়ের পর সাকিবের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটন। উইকেটে এসেই বাউন্ডারি হাঁকান সাকিব। শুরুতে ছন্দ পেয়ে যাওয়া সাকিব খেলছিলেন দুর্দান্ত। এই জুটিতেই বাংলাদেশ পাড়ি দেয় এক শ রানে। এরপরই সাকিবকে হারায় বাংলাদেশ। বাঁহাতি অলরাউন্ডারও বিদায় নেন বোল্ড হয়ে। 

তামিম-সাকিবকে হারানোর পর দ্বিতীয় ওয়ানডের মতো বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন লিটন দাস। কিন্তু কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। দ্রুতই মুশফিকুর রহিম ও ইয়াসির আলীকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপরও আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে বুক চিতিয়ে লড়ছিলেন লিটন। টানা দ্বিতীয় শতরান হাতছানি দিয়ে ডাকছিল এই ওপেনারকে। এ সময়ই ভুল করে বসেন লিটন। অহেতুক মোহাম্মদ নবীকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্নারে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয়েছে ৮৬ রানের আফসোস নিয়ে। 

লিটনের বিদায়ের পর দ্রুতই ফেরেন প্রথম ওয়ানডের নায়ক আফিফ হোসেনও। বাঁহাতি ব্যাটারও নবীর শিকার। এরপর সেই ম্যাচের আরেক নায়ক মিরাজ ফিরলে বাংলাদেশের ২০০ রান হবে কিনা সেই শঙ্কাও জেগেছিল। 
আগের দুই ম্যাচে বাংলাদেশের লোয়ার অর্ডারকে ব্যাটিং করতে হয়নি। আজ ব্যাটারদের ব্যর্থতায় তাদেরই নামতে হয়েছে। মাহমুদউল্লাহ তিন বাঁহাতি বোলারকে নিয়ে শেষদিকে লড়াই চালালেও হয়নি ২০০ রান পাড়ি দেওয়া। 

আগের দুই ম্যাচে ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বোলারদের সেভাবে পরীক্ষা দিতে হয়নি। আজ তাসকিন-মোস্তাফিজুর রহমানদের সামনে তাই চ্যালেঞ্জটা একটু বেশিই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত