Ajker Patrika

আইপিএল দেখছেন না সাকিব

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১: ২৮
আইপিএল দেখছেন না সাকিব

বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে একটা সময় আইপিএল মানে ছিল সাকিব আল হাসান আর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরে মোস্তাফিজুর রহমান; এবার যোগ হয়েছেন লিটন দাসও। 

সাকিব কেকেআরের হয়ে ২০১১ সালে প্রথম আইপিএলে খেলার সুযোগ পান। এ বছরও আইপিএল খেলার সুযোগ থাকলেও বিসিবির এনওসি (অনুমতি) দেওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তারকা অলরাউন্ডার। 

আইপিএলে এবার সাকিব না থাকলেও কলকাতার হয়ে যোগ দিয়েছেন লিটন। বাংলাদেশ ওপেনারের খেলার সুযোগ কতটা থাকছে, আজ এ প্রশ্নে সাকিব সাংবাদিকদের কাছে বিষয়টি এড়িয়ে গেছেন এভাবে, ‘খুব বেশি আইপিএলের ম্যাচ দেখা হচ্ছে না। প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।’ 

আইপিএল না দেখলেও সতীর্থ লিটনকে ভালো খেলার কিছু পরামর্শ দিয়েছেন সাকিব, ‘লিটন অনেক অভিজ্ঞ। ওখানে ওর যে অভিজ্ঞতা হবে বিশ্বকাপে কাজে দেবে। ও যদি সুযোগ পায় সেটা যেন উপভোগ করে। চাপ হিসেবে না নেয়। সে যদি ওর মতো খেলতে পারে অবশ্যই সফল হতে পারবে।’ 

বিদেশি ওপেনার হিসেবে কেকেআরে আছেন রহমতউল্লাহ গুরবাজ আর জেসন রয়। দলে জায়গা নিশ্চিত করতে হলে এ দুই ব্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লিটনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত