বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হতে এখনো বাকি এক মাসের বেশি সময়। সেই সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শাস্তি পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।
শাহিনের সাম্প্রতিক সময়ের অসদাচরণে কোচ ও বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের গত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, তাঁর বিরুদ্ধে পিসিবির কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তানের বাঁহাতি পেসারের বাজে আচরণের ব্যাপারটি নজরে এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে। মে মাসে হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিন তখন উত্তর দেন, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি সেখানেই শেষ হয়ে যায়।
ক্রিকেট পাকিস্তানের বরাতে সূত্র জানিয়েছে, আফ্রিদির অসদাচরণের ব্যাপারটি ম্যানেজারদের দেখার দায়িত্ব থাকলেও এড়িয়ে যাওয়ায় ব্যাপারটি নিয়ে অসন্তোষ চলছে বোর্ডের মধ্যে। কেন কড়া পদক্ষেপ নেওয়া হলো না, সে ব্যাপারে তদন্ত চলছে। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শাহিনকে নাও বিবেচনা করতে পারে পিসিবি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে এমনিতেই বইছে অশান্তির হাওয়া। ক্রিকেট পাকিস্তানের সূত্রের বরাতে আরও জানা গেছে, খেলোয়াড়দের কাজের প্রতি উদাসীনতা, দলের পরিবেশ নষ্ট করা—এসব অভিযোগ করে সাদা বলের কোচ গ্যারি কারস্টেন, সহকারী কোচ আজহার মাহমুদসহ অনেকেই প্রতিবেদন বোর্ডের কাছে জমা দিয়েছেন। অভ্যন্তরীণ ঝগড়া ও খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টি তাই পিসিবির টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শোনা যাচ্ছে, শাহিনসহ আরও দুই থেকে তিন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম
দিতে পারে পিসিবি। বাংলাদেশ সিরিজে ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা পিসিবির রয়েছে বলে জানা গেছে। রাওয়ালপিন্ডিতে খুব শিগগিরই তাদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।
আরও পড়ুন-
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হতে এখনো বাকি এক মাসের বেশি সময়। সেই সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শাস্তি পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।
শাহিনের সাম্প্রতিক সময়ের অসদাচরণে কোচ ও বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের গত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, তাঁর বিরুদ্ধে পিসিবির কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তানের বাঁহাতি পেসারের বাজে আচরণের ব্যাপারটি নজরে এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে। মে মাসে হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিন তখন উত্তর দেন, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি সেখানেই শেষ হয়ে যায়।
ক্রিকেট পাকিস্তানের বরাতে সূত্র জানিয়েছে, আফ্রিদির অসদাচরণের ব্যাপারটি ম্যানেজারদের দেখার দায়িত্ব থাকলেও এড়িয়ে যাওয়ায় ব্যাপারটি নিয়ে অসন্তোষ চলছে বোর্ডের মধ্যে। কেন কড়া পদক্ষেপ নেওয়া হলো না, সে ব্যাপারে তদন্ত চলছে। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শাহিনকে নাও বিবেচনা করতে পারে পিসিবি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে এমনিতেই বইছে অশান্তির হাওয়া। ক্রিকেট পাকিস্তানের সূত্রের বরাতে আরও জানা গেছে, খেলোয়াড়দের কাজের প্রতি উদাসীনতা, দলের পরিবেশ নষ্ট করা—এসব অভিযোগ করে সাদা বলের কোচ গ্যারি কারস্টেন, সহকারী কোচ আজহার মাহমুদসহ অনেকেই প্রতিবেদন বোর্ডের কাছে জমা দিয়েছেন। অভ্যন্তরীণ ঝগড়া ও খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টি তাই পিসিবির টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শোনা যাচ্ছে, শাহিনসহ আরও দুই থেকে তিন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম
দিতে পারে পিসিবি। বাংলাদেশ সিরিজে ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা পিসিবির রয়েছে বলে জানা গেছে। রাওয়ালপিন্ডিতে খুব শিগগিরই তাদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।
আরও পড়ুন-
খেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
৭ মিনিট আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
২ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
৩ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগে