Ajker Patrika

বড় ধাক্কা খেল ভারত, এশিয়া কাপ শেষ পন্তের

ক্রীড়া ডেস্ক    
এশিয়া কাপে শেষ পন্তের। ফাইল ছবি
এশিয়া কাপে শেষ পন্তের। ফাইল ছবি

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন চোটে পড়েন ঋষভ পন্ত। বাঁ পায়ের আঙুল ভেঙে যাওয়ার পর এখন তাঁকে সময় বিশ্রামে থাকতে হচ্ছে। ২০২৫ এশিয়া কাপে ভারতের এই উইকেটকিপার-ব্যাটারকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তাঁর খেলা অনিশ্চিত।

২৭ বছর বয়সী পন্ত ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে কিপিং করতে পারেননি, পরে পঞ্চম টেস্ট থেকে ছিটকে যান। তখনই জানা গিয়েছিল, পুরোপুরি সেরে উঠতে তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সময়সীমা আরও বাড়তে পারে এবং পন্ত নিশ্চিতভাবেই এশিয়া কাপ মিস করবেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও না খেলার সম্ভাবনাই বেশি।

২০২৫ এশিয়া কাপ শুরু হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। দুটি সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন পন্ত। তবে এশিয়া কাপের ব্যাপারে নিশ্চিত বলছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে আঙুল ভাঙলেও ঋষভ পন্তের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তিনি এশিয়া কাপ এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ সিরিজও মিস করবেন। পন্তের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে। পঞ্চম টেস্টে পন্ত চোটে পড়ার পরই দলে জায়গা পান এই তরুণ উইকেটকিপার-ব্যাটার। তবে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা পন্তকে হারানো ভারতের জন্য বড় ধাক্কা হয়ে থাকবে।

চোটে পড়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেছিলেন পন্ত। এমনকি আঙুল ভাঙার পরদিনও তিনি ব্যাট করতে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন। পুরো সিরিজে তিনি ৭ ইনিংসে করেছেন ৪৭৯ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত