ক্রীড়া ডেস্ক
মুম্বাই ইন্ডিয়ানসে ফেরার পর সমস্যা যেন পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। এবারের আইপিএলে অধিনায়ক হিসেবে তাঁর (হার্দিক) নেওয়া সিদ্ধান্তে সমালোচনা, দর্শকদের দুয়োধ্বনি—বিভিন্ন সমস্যায় তিনি পড়ছেন। এমনকি দলের জয়ের পরও গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।
পয়েন্ট টেবিলে খাদের কিনারা থেকেই গত রাতে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। মুল্লানপুরে হওয়া ম্যাচটিতে ৯ রানের জয় পায় মুম্বাই। এই ম্যাচে স্লো ওভার রেটের সমস্যায় পড়েছে মুম্বাই। পাঞ্জাবের বিপক্ষে ১৯ ও ২০—এ দুই ওভার মুম্বাইকে বোলিং করতে হয় ৩০ গজ বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডার রেখে। ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক হার্দিককে করা হয়েছে ১২ লাখ রুপি জরিমানা, বাংলাদেশি মুদ্রায় তা ১৫ লাখ ৮২ হাজার টাকা। ম্যাচ শেষে বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে। ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে তাঁর দল স্লো ওভার রেটের সমস্যায় পড়েছে। ১৮ এপ্রিল মুল্লানপুরে হয়েছে ম্যাচটি। ওভার রেটের সমস্যাজনিত আইপিএলের আচরণবিধির অধীনে যেহেতু এটা তার দলের প্রথম অপরাধ, পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে ১২ লাখ রুপি।’
মুম্বাইয়ের ৯ রানের জয়ই বলে দিচ্ছে, পাঞ্জাবকে হারাতে কতটা কষ্ট হয়েছে তাদের (মুম্বাই)। তবে মুম্বাইয়ের কাছে সুযোগ ছিল নেট রানরেট আরও একটু বাড়িয়ে নেওয়ার। ১৯৩ রানের লক্ষ্যে নেমে পাঞ্জাব ১৪ রানেই হারায় ৪ উইকেট। ১০০-এর আগে যেখানে পাঞ্জাবের গুটিয়ে যাওয়ার শঙ্কা, সেখানে পাঞ্জাব ১৯.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয়েছে। আট নম্বরে নামা আশুতোষ শর্মার ঝোড়ো ইনিংসে জয়ের আশা জেগেছিল পাঞ্জাবের। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেন ৬১ রানের বিধ্বংসী ইনিংস। শেষ ৩ ওভারে যখন ২৪ রান দরকার, সে সময় ১৮তম ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েটজিকে তুলে মারতে যান আশুতোষ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ডিপ মিড উইকেটে তালুবন্দী করেন মোহাম্মদ নবী। মুম্বাইয়ের দুই বোলার জসপ্রীত বুমরা, জেরাল্ড কোয়েটজি দুজনেই নেন ৩টি করে উইকেট।
৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে মুম্বাই। সমান ৬ পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস আছে ৫ ও ৬ নম্বরে। মুম্বাইয়ের নেট রানরেট-০.১৩৩। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস। দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ৮। সমান ৮ পয়েন্ট নিয়ে তিন ও চারে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
মুম্বাই ইন্ডিয়ানসে ফেরার পর সমস্যা যেন পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়ার। এবারের আইপিএলে অধিনায়ক হিসেবে তাঁর (হার্দিক) নেওয়া সিদ্ধান্তে সমালোচনা, দর্শকদের দুয়োধ্বনি—বিভিন্ন সমস্যায় তিনি পড়ছেন। এমনকি দলের জয়ের পরও গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।
পয়েন্ট টেবিলে খাদের কিনারা থেকেই গত রাতে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। মুল্লানপুরে হওয়া ম্যাচটিতে ৯ রানের জয় পায় মুম্বাই। এই ম্যাচে স্লো ওভার রেটের সমস্যায় পড়েছে মুম্বাই। পাঞ্জাবের বিপক্ষে ১৯ ও ২০—এ দুই ওভার মুম্বাইকে বোলিং করতে হয় ৩০ গজ বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডার রেখে। ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক হার্দিককে করা হয়েছে ১২ লাখ রুপি জরিমানা, বাংলাদেশি মুদ্রায় তা ১৫ লাখ ৮২ হাজার টাকা। ম্যাচ শেষে বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে। ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে তাঁর দল স্লো ওভার রেটের সমস্যায় পড়েছে। ১৮ এপ্রিল মুল্লানপুরে হয়েছে ম্যাচটি। ওভার রেটের সমস্যাজনিত আইপিএলের আচরণবিধির অধীনে যেহেতু এটা তার দলের প্রথম অপরাধ, পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে ১২ লাখ রুপি।’
মুম্বাইয়ের ৯ রানের জয়ই বলে দিচ্ছে, পাঞ্জাবকে হারাতে কতটা কষ্ট হয়েছে তাদের (মুম্বাই)। তবে মুম্বাইয়ের কাছে সুযোগ ছিল নেট রানরেট আরও একটু বাড়িয়ে নেওয়ার। ১৯৩ রানের লক্ষ্যে নেমে পাঞ্জাব ১৪ রানেই হারায় ৪ উইকেট। ১০০-এর আগে যেখানে পাঞ্জাবের গুটিয়ে যাওয়ার শঙ্কা, সেখানে পাঞ্জাব ১৯.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয়েছে। আট নম্বরে নামা আশুতোষ শর্মার ঝোড়ো ইনিংসে জয়ের আশা জেগেছিল পাঞ্জাবের। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেন ৬১ রানের বিধ্বংসী ইনিংস। শেষ ৩ ওভারে যখন ২৪ রান দরকার, সে সময় ১৮তম ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েটজিকে তুলে মারতে যান আশুতোষ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ডিপ মিড উইকেটে তালুবন্দী করেন মোহাম্মদ নবী। মুম্বাইয়ের দুই বোলার জসপ্রীত বুমরা, জেরাল্ড কোয়েটজি দুজনেই নেন ৩টি করে উইকেট।
৭ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে মুম্বাই। সমান ৬ পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস আছে ৫ ও ৬ নম্বরে। মুম্বাইয়ের নেট রানরেট-০.১৩৩। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস। দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ৮। সমান ৮ পয়েন্ট নিয়ে তিন ও চারে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৪ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৫ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৫ ঘণ্টা আগে