Ajker Patrika

পাপনকে আর্জেন্টিনার জার্সি পাঠালেন দি মারিয়া

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ১১
পাপনকে আর্জেন্টিনার জার্সি পাঠালেন দি মারিয়া

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে নিজের সই করা জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল দি মারিয়া। আজ নিজের অফিশিয়াল ফেসবুকে সেই সই করা জার্সির ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। 

শতদ্রু এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে নিয়ে আসেন দি মারিয়ার সতীর্থ বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। গত অক্টোবরে আনেন আরেক ফুটবল কিংবদন্তি ব্রাজিলের রোনালদিনহোকে। 

পাপনকে অটোগ্রাফ দিয়ে পাঠানো দি মারিয়ার জার্সি। ছবি: ফেসবুক 

বিসিবি সভাপতি পাপনকে দি মারিয়ার জার্সি পাঠানোর প্রসঙ্গে শতদ্রু আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘দি মারিয়াকে মে মাসে ঢাকায় ও ভারতে আনার পরিকল্পনা করছি। আমি গিয়েছিলাম আর্জেন্টিনায়। আমার হাত দিয়ে পাঠাল, আমি বলে রেখেছিলাম।’ 

পাপন ছাড়াও আর কার জন্য দি মারিয়া জার্সি পাঠালেন, সেটিও বললেন শতদ্রু, ‘শেখ তন্ময়ের জন্য এনেছি। প্রধানমন্ত্রীকে উনি নিজে এসে হাতে সই করে দেবেন। বাংলাদেশ অধিনায়ক জামালের (ভূঁইয়া) জন্যও দিয়েছেন।’ 

মার্তিনেজ ও রোনালদিনহো ঢাকায় এলেও বেশিক্ষণ ছিলেন না। তবে এবার দি মারিয়া দেড় দিন থাকবেন জানালেন শতদ্রু, ‘এবার দেড় দিন ঢাকায় থাকবেন (দি মারিয়া)। অনেক কিছুই করব। প্রেস কনফারেন্স করব।’

মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় এসে পাপনের সঙ্গে দেখা করে সই করা জার্সিটা তুলে দেওয়ার পরিকল্পনা শতদ্রুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত