টেস্ট ও ওয়ানডেতে বল করার অভিজ্ঞতা আগেই ছিল মিচেল ব্রেসওয়েলের। এ দুই ফরম্যাটে বেশ কয়েকটি উইকেটও আছে তাঁর। এবার টি-টোয়েন্টিতে প্রথমবার হাত ঘুরিয়েই করে ফেললেন হ্যাটট্রিক।
আশ্চর্য হওয়ার মতো তো বটেই, ক্রিকেটে এমন ঘটনা খুব কমই ঘটে! এমন আশ্চর্যজনক ঘটনা উপহার দেওয়ার জন্য ব্রেসওয়েলের এক ওভারও লাগেনি। পুরোদস্তুর বোলার না হলেও আয়ারল্যান্ড সফরে থাকা নিউজিল্যান্ডের একাদশে তিনি জায়গা পেয়েছেন অলরাউন্ডার হিসেবে।
বেলফাস্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ড্যান ক্লিভার ও ফিন অ্যালেন ঝড় তোলায় ব্যাটিংয়ে নামতে হয়নি ব্রেসওয়েলকে। বোলিংয়েও এলেন যখন আইরিশদের পরাজয় প্রায় নিশ্চিত। কিউইদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে ৮৬ রান নিতেই ৭ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।
১৪তম ওভার করার জন্য বল ব্রেসওয়েলের হাতে তুলে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর আর বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি কাউকে। ৩১ বছর বয়সীর অফ-ব্রেকে ৯১ রানেই গুটিয়ে যায় আইরিশরা। টি-টোয়েন্টিতে অভিষেক বোলিংটা চার খেয়ে শুরু ব্রেসওয়েলের। দ্বিতীয় বলে দেন এক রান। পরের তিন বলে ফেরান মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্টি ও ক্রেইগ ইয়ংকে। হ্যাটট্রিক পেতে ব্রেসওয়েলের লাগল মাত্র পাঁচ বল!
৮৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিল কিউইরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এর আগে ওয়ানডে সিরিজও জিতেছে তারা।
টেস্ট ও ওয়ানডেতে বল করার অভিজ্ঞতা আগেই ছিল মিচেল ব্রেসওয়েলের। এ দুই ফরম্যাটে বেশ কয়েকটি উইকেটও আছে তাঁর। এবার টি-টোয়েন্টিতে প্রথমবার হাত ঘুরিয়েই করে ফেললেন হ্যাটট্রিক।
আশ্চর্য হওয়ার মতো তো বটেই, ক্রিকেটে এমন ঘটনা খুব কমই ঘটে! এমন আশ্চর্যজনক ঘটনা উপহার দেওয়ার জন্য ব্রেসওয়েলের এক ওভারও লাগেনি। পুরোদস্তুর বোলার না হলেও আয়ারল্যান্ড সফরে থাকা নিউজিল্যান্ডের একাদশে তিনি জায়গা পেয়েছেন অলরাউন্ডার হিসেবে।
বেলফাস্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ড্যান ক্লিভার ও ফিন অ্যালেন ঝড় তোলায় ব্যাটিংয়ে নামতে হয়নি ব্রেসওয়েলকে। বোলিংয়েও এলেন যখন আইরিশদের পরাজয় প্রায় নিশ্চিত। কিউইদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে ৮৬ রান নিতেই ৭ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।
১৪তম ওভার করার জন্য বল ব্রেসওয়েলের হাতে তুলে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর আর বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি কাউকে। ৩১ বছর বয়সীর অফ-ব্রেকে ৯১ রানেই গুটিয়ে যায় আইরিশরা। টি-টোয়েন্টিতে অভিষেক বোলিংটা চার খেয়ে শুরু ব্রেসওয়েলের। দ্বিতীয় বলে দেন এক রান। পরের তিন বলে ফেরান মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্টি ও ক্রেইগ ইয়ংকে। হ্যাটট্রিক পেতে ব্রেসওয়েলের লাগল মাত্র পাঁচ বল!
৮৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিল কিউইরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এর আগে ওয়ানডে সিরিজও জিতেছে তারা।
টুর্নামেন্ট যত গড়াবে, রিশাদ হোসেন ততই কার্যকরী হবেন—বুধবার মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ শেষে এমন কথাই বলেছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। না বলার তো কারণও নেই। কারণ, রিশাদের ঘূর্ণিতে পাকিস্তান সুপার লিগে ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছেন।
৩৮ মিনিট আগে২০১৪ সালে ৫০ সেঞ্চুরির স্বপ্ন একটি কাগজে লিখে রেখেছিলেন এনামুল হক বিজয়। ২০২৫ সালে এসে সেঞ্চুরির ‘ফিফটি’ই করেননি, ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন বিজয়। গত পরশু মিরপুরে স্বীকৃত ক্রিকেটে তাঁর ৫১তম সেঞ্চুরির দিনে...
১ ঘণ্টা আগেরক্ষণভাগের মতো রিয়াল মাদ্রিদ মিডফিল্ডও নিয়েও বেশ ভুগছে। টনি ক্রুস ক্লাব ছাড়লেও তাঁর অভাব পূরণ করতে পারেননি কেউ। একজন প্লে মেকারের অভাবে স্পষ্ট মাঠে। ৩৯ বছর বয়সী লুকা মদরিচ থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পান না তিনি। বয়সের ভারও রয়েছে তাঁর। চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মদরিচের
১২ ঘণ্টা আগেমাঝখানে নাই হয়ে গেছে ৯ বছর। তারপরও ২০১৬ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের রূপকথার গল্প ফুটবলপ্রেমীদের ভুলে যাওয়ার কথা নয়। যা কখনো ভাবা যায়নি, সেবার সেটাই করেছিল লেস্টার। বড় বড় সব ফুটবল পণ্ডিতদের হিসেব-নিকেশ উল্টে দিয়ে জিতে নিয়ে লিগ শিরোপা।
১৪ ঘণ্টা আগে