নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
লিটন দাসকে আউট করেই এদিন সবচেয়ে বেশি উদযাপন করল ভারতীয় দল। ঘটনা ঘটে মূলত তার আগের বলে। লিটনকে কিছু একটা বলেন মোহাম্মদ সিরাজ। ঠিকঠাক না বুঝতে পেরে সিরাজের দিকে ‘কী বলছিলে তুমি’ ভঙিতে এগিয়ে যান লিটন। মেজাজের সঙ্গে মনোসংযোগটাও ওইটুকুতে হারিয়ে ফেলেন কি না লিটন সেটা অবশ্য বলা কঠিন। তবে পরের বলেই সিরাজের নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। একই ভঙি নিয়ে লিটনের উইকেট উদযাপন করলেন সিরাজ ও বিরাট কোহলি।
লিটনকে কী এমন বললেন সিরাজ? দিনের খেলা শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সিরাজ নিজেই জানালেন সেটা, ‘আমি ওকে বলেছিলাম, এটা টি-টোয়েন্টি ফরম্যাট না, টেস্ট ক্রিকেট...দায়িত্ব নিয়ে খেলো।’ ২৯ বলের ২৪ রানের ইনিংসে লিটন তখন ৫টি চার মেরে ফেলেছেন। এর মধ্যে প্রথম সেশনের শেষ ওভারে উমেশ যাদবকে টানা তিন চার। কিছুটা আক্রমণাত্মক খেলায় কি না লিটলকে খেপিয়ে তোলেন সিরাজ।
ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। পেছনের পায়ে সেটি ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরই ঘটনার সূত্রাপাত। বাংলাদেশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সিরাজ। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেছেন, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’
লিটন দাসকে আউট করেই এদিন সবচেয়ে বেশি উদযাপন করল ভারতীয় দল। ঘটনা ঘটে মূলত তার আগের বলে। লিটনকে কিছু একটা বলেন মোহাম্মদ সিরাজ। ঠিকঠাক না বুঝতে পেরে সিরাজের দিকে ‘কী বলছিলে তুমি’ ভঙিতে এগিয়ে যান লিটন। মেজাজের সঙ্গে মনোসংযোগটাও ওইটুকুতে হারিয়ে ফেলেন কি না লিটন সেটা অবশ্য বলা কঠিন। তবে পরের বলেই সিরাজের নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। একই ভঙি নিয়ে লিটনের উইকেট উদযাপন করলেন সিরাজ ও বিরাট কোহলি।
লিটনকে কী এমন বললেন সিরাজ? দিনের খেলা শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সিরাজ নিজেই জানালেন সেটা, ‘আমি ওকে বলেছিলাম, এটা টি-টোয়েন্টি ফরম্যাট না, টেস্ট ক্রিকেট...দায়িত্ব নিয়ে খেলো।’ ২৯ বলের ২৪ রানের ইনিংসে লিটন তখন ৫টি চার মেরে ফেলেছেন। এর মধ্যে প্রথম সেশনের শেষ ওভারে উমেশ যাদবকে টানা তিন চার। কিছুটা আক্রমণাত্মক খেলায় কি না লিটলকে খেপিয়ে তোলেন সিরাজ।
ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। পেছনের পায়ে সেটি ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরই ঘটনার সূত্রাপাত। বাংলাদেশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সিরাজ। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেছেন, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’
ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে নাটক তো কম হচ্ছে না। দুই দলকে এক গ্রুপে রাখা নিয়ে চলছে সমালোচনা। এমনকি তাদের মাঠে নামার সময় যখন ঘনিয়ে আসছে, সেই মুহূর্তে তাদের ম্যাচ বাতিলের আবেদনও করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।
২২ মিনিট আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে হতে যাচ্ছে নতুন ইতিহাস। মেয়েদের বৈশ্বিক এই ইভেন্টে ম্যাচ কর্মকর্তাদের সবাই নারী। এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ সেটা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষায়, তখনই বেধেছে এক ঝামেলা।
৩ ঘণ্টা আগেনেপালে ছাত্র-জনতার আন্দোলনের কারণে দুই দিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও দেশে ফিরেছেন।
৩ ঘণ্টা আগে