অনলাইন ডেস্ক
অন্য রকম বিপিএল আয়োজন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবমূর্তি নিয়ে টানাটানি। বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে বিপিএল চরম বিতর্কিত টুর্নামেন্টে পরিণত হয়েছে। বিপিএলের বিতর্কিত ঘটনা মানে বিসিবি তথা দেশেরই ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে আজ।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘২০২৫ বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।’ তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে কাজ করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক। সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এই বিপিএলটা অন্য রকম করে তুলতে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, কমিটি গঠনের চিঠির শুরুতেই সেটা উল্লেখ করা হয়েছে। ২০২৫ বিপিএলকে সাজানো হয়েছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে। প্রধান উপদেষ্টা স্বয়ং কিছু উদ্ভাবনী ধারণা দিয়েছিলেন। তিনটি ক্রীড়া অবকাঠামো মেরামত ও সংস্কারে বড় অঙ্কের (প্রায় ৩১ কোটি টাকা) অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছিল।
বিপিএল শুরুর আগে ব্যয়বহুল কনসার্টও আয়োজন করেছিল বিসিবি। কিন্তু টুর্নামেন্টের পর দেখা গেল ভিন্ন চিত্র। একাধিক ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক ইস্যুতে বিপিএল তথা বিসিবির ভাবমূর্তি মাটিতে মিশিয়ে দিয়েছে! বিতর্কিত ফ্র্যাঞ্চাইজির প্রতিটি স্তরে এতটা অপেশাদার আচরণ অতীতে কখনো দেখা যায়নি বিপিএলে। এমনকি বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একটি দল ম্যাচ খেলতে নামে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই।
অন্য রকম বিপিএল আয়োজন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবমূর্তি নিয়ে টানাটানি। বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে বিপিএল চরম বিতর্কিত টুর্নামেন্টে পরিণত হয়েছে। বিপিএলের বিতর্কিত ঘটনা মানে বিসিবি তথা দেশেরই ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে আজ।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘২০২৫ বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।’ তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে কাজ করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক। সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এই বিপিএলটা অন্য রকম করে তুলতে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, কমিটি গঠনের চিঠির শুরুতেই সেটা উল্লেখ করা হয়েছে। ২০২৫ বিপিএলকে সাজানো হয়েছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে। প্রধান উপদেষ্টা স্বয়ং কিছু উদ্ভাবনী ধারণা দিয়েছিলেন। তিনটি ক্রীড়া অবকাঠামো মেরামত ও সংস্কারে বড় অঙ্কের (প্রায় ৩১ কোটি টাকা) অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছিল।
বিপিএল শুরুর আগে ব্যয়বহুল কনসার্টও আয়োজন করেছিল বিসিবি। কিন্তু টুর্নামেন্টের পর দেখা গেল ভিন্ন চিত্র। একাধিক ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক ইস্যুতে বিপিএল তথা বিসিবির ভাবমূর্তি মাটিতে মিশিয়ে দিয়েছে! বিতর্কিত ফ্র্যাঞ্চাইজির প্রতিটি স্তরে এতটা অপেশাদার আচরণ অতীতে কখনো দেখা যায়নি বিপিএলে। এমনকি বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একটি দল ম্যাচ খেলতে নামে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৩ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৪ ঘণ্টা আগে